সেরা ৫টি ওপেন ওয়ার্ল্ড কার চালানোর গেম 🔋 Top 5 Open World Car Driving Games For Android | Best High Graphics Car Games For Mobile - C1
আজকের এই পোস্টে কথা বলবো কিছু সেরা ওপেন ওয়ার্ল্ড কার গেমস নিয়ে । গেম গুলোতে থাকবে অত্যন্ত আকর্ষণীয় গ্রাফিক্স , বিশাল বড় ম্যাপ তার সাথে অনেক ধরনের মোড। সব থেকে বড় কথা তুমি গেমস গুলো তোমার প্রায় সব ফোনেই খেলতে পারবে । তো চলো দেখে নেই আজকের গেমস গুলো। আর হ্যা সব শেষে তোমাদের জন্য থাকবে একটি বোনাস গেমস। তাই পোস্ট টি শেষ পর্যন্ত দেখে তোমার পছন্দের গেমস্ টি বাছাই করে নাও।
1. Real Driving School ( রিয়াল ড্রাইভিং স্কুল )
গেমটির সাইজ ৮৫৫ এমবি। গেমটির মধ্যে তুমি পেয়ে যাবে অত্যন্ত হাই গ্রাফিক্স এর সাথে সাথে বিশাল বড় একটি ওপেন ওয়ার্ল্ড ম্যাপ। যাতে তুমি বিভিন্ন মিশন কমপ্লিট করার পাশাপাশি তোমার পছন্দের গাড়ি নিয়ে পুরো ম্যাপটি ঘুরে এনজয় করতে পারবে। গেমটি অফলাইন অনলাইন ২ টি মোড এই খেলতে পারবে। তুমি চাইলে অনলাইনে মাল্টিপ্লেয়ার মোড এ অনেক রেন্ডম প্লায়ের দের সাথেও গেমটি খেলতে পারবে। গেমটির মধ্যে তুমি ৬৫ প্লাস লাক্সারিয়াস কার পেয়ে যাবে। যা তুমি তোমার পছন্দ মতো কাস্টোমাইজ ও করতে পারবে । তাই এখনি যাও গেমটি খেলে দেখো কেমন লাগে তোমার কাছে।
2. Indian Car Simulator ( ইন্ডিয়ান কার সিমুলেটর )
গুগল প্লে স্টোর এ অভাইলাব ইন্ডিয়ান কার গেমস গুলোর মধ্যে এই গেমটি লিস্টের টপেই থাকবে। গেমটি একটি অফলাইন গেম, যার সাইজ ১০৪ এমবি। গেমটির মধ্যে তুমি পেয়ে যাবে ইন্ডিয়ান গ্রাম এবং শহর এলাকা। এছাড়া এর মধ্যে তুমি থার এর মত সব জনপ্রিয় ইন্ডিয়ান কার পেয়ে যাবে । গেমটির সাইজ এর দিক থেকে দেখলে গেমটির গ্রাফিক্স ভালই বলা যায়। তারসাথে তুমি পেয়ে যাচ্ছো অনেক বড় ওপেন ওয়ার্ল্ড ম্যাপ, যার মাঝে তোমাকে অনেক ধরনের মিশন কমপ্লিট করতে হবে। এই মিশন গুলো কমপ্লিট করার মাধ্যমে তুমি অনেক ধরনের কার আনলক করতে পারবে। তাই তোমার যদি ইন্ডিয়ান ম্যাপ এ ইন্ডিয়ান কার চালানোর এক্সপেরিয়েন্স নিতে ইচ্ছা করে তাহলে এখনি একবার গেমটি খেলে দেখো।
3. SRGT ( এস আর জি টি )
গেমটি একটি অনলাইন গেম। গেমটি তোমাকে ইন্টারনেট কানেশন দিয়ে খেলতে হবে। গেমটির মাঝে তোমাকে রেসিং টাইম লিমিট মিশন এর মত অনেক ধরনের মিশন কমপ্লিট করতে হবে । গেমটিতে মাল্টিপ্লেয়ার মোড এ রেন্ডম প্লেয়ার দের সাথে রেসিং মিশন কমপ্লিট করতে হবে। গেমটির গ্রাফিক্স অনেক হাই । রেসিং এর সময় এবং বিভিন্ন অ্যাকশন মোমেন্ট এ গেমটি অত্যন্ত রিয়ালস্তিক গ্রাফিক্স প্রোভাইড করে। গেমটি ম্যাপ অনেক বড় তাই তুমি এতে ফুললি ওপেন ওয়ার্ল্ড গেমের মজা নিতে পারবে। তো এখনই যাও গেমটি একবার খেলে দেখো।
4. Police Sim 2022 ( পুলিশ সিম ২০২২)
এই গেমটিতে তোমাকে একটি পুলিশ অফিসারের রোলপ্লে করতে হবে। এটা তোমাকে একটি পুলিশের গালি দেওয়া হবে যার মাধ্যমে তোমাকে পুরো সিটিতে পড়ে বিভিন্ন ক্রাইম সলভ করতে হবে। ক্রিমিনাল ধরার পাশাপাশি তোমাকে অনেক ধরনের মিশন দেওয়া হবে গেমটিতে। গেমটা অফলাইন অনলাইন দুটি মোডেই খেলতে পারবে। অনলাইন মাল্টিপ্লেয়ার মোডে তোমায় অনেক রেনডম প্লেয়ারদের সাথে এই গেমটি খেলতে পারবে। গেমটির সাইজ ১ জিবি। গেম ঠিক করা শিখছো তুলনামূলক অনেক ভালো তাই গেমটিতে তুমি অনেক রিয়েল স্টিক ভাইব পাবে খেলার সময়।
5. CarX Racing ( কার অক্স রেসিং )
ডিউটি বর্তমানে কার রেসিং গেম গুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় একটি গেম বলতে পারো। গেমটির সাইজ প্রায় ৪ জিবি। এর মধ্যে তুমি পেয়ে যাবে gta 5 এর মত অনেক বড় একটি ওপেন ওয়ার্ল্ড ম্যাপ। যার মধ্যে তুমি ফ্রিলি ঘোরাফেরা করতে পারবে তার সাথে নীড ফর স্পিড গেম এর মত তুমি বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের মিশন পেয়ে যাবে। গেমটির সাইজ এক কথায় বলতে গেলে দারুন। গেমটি খেলার সময় তোমার মনে হবে তুমি রিয়েল গাড়ির মধ্যে বসেই কার ড্রাইভ করছো। এছাড়া আমি গেমটি নতুন আপডেট একটি মাউন্টেন ম্যাপ এ্যাড করা হয়েছে যা খুবই দারুণ। এই গানটি সম্পর্কে আমি আগেও আমার কার রেসিং গেম গুলো পোস্ট তোমাদের বলেছি। তার বেশি কিছু বলবো না এখনই যাও তোমার ফোন এ যদি গেম সাপোর্ট করে থাকে তাহলে অবশ্যই গেমটি খেলে দেখতে পারো।
Bonus Game (বোনাস গেম)
এই গেমটি একটি অফলাইন গেম যার মধ্যে তুমি একটা পুরনো কালের সিটি পেয়ে যাবে। এছাড়া নাইন্টিজের যে গাড়িগুলো আছে সেগুলো প্রায় সবগুলো মডেলিং এম্পি তুমি পেয়ে যাবে। গেঞ্জি গ্রাফিক্স খুবই সুন্দর তোমার মনে হতে পারে তুমি এইট ইজ নাইন্টিজের কালে বাস করছ গেমটি খেলার সময়। গেমটি তে তুমি একটি বিশাল বড় ওপেন ওয়াল্ড ম্যাপ ও পেয়ে যাবে। তাই এখনি যাও গেমটি একবার খেলে দেখে নাও কেমন লাগে।