মোবাইলের সেরা ৫ টি বাইক গেমস | নতুন মটরসাইকেল গেম খেলে ফেলুন এন্ড্রয়েড ফোনে।


 

বর্তমান সময়ে বাইক রেসিং গেম গুলো অনেক বেশি জনপ্রিয়। শুধু বাইক রেসিং নয় নরমাল বাইক গেমগুলোও অনেক বেশি জনপ্রিয়। আর বাইক রাইডার্সরা বাইক গেমস খেলতে পছন্দ করবে এটাই তো স্বাভাবিক। আজকের এই ব্লগ পোস্টে আমি আপনাদের সাথে শেয়ার করব পাঁচটি সেরা বাইক গেমস যেগুলো আপনার অনেক বেশি ভালো লাগবে। ইন্ট্রোডাকশনে আর বেশি কিছু বলবো না, শুধু এইটুকু বলব যদি আপনাদের এই গেম গুলো ভাল লেগে থাকে তাহলে আপনারা চাইলে আমাকে Instagram এ নক দিয়ে ধন্যবাদ জানাতে পারেন, পাশাপাশি ফলো করে রাখতে ভুলবেন না।


চলুন শুরু করা যাকঃ


Riptide GP2 (রিপটাইড জিপি ২)

অবশ্যই এটি একটি বাইক রেসিং গেম। রিপটাইড জিপি সিরিজের দ্বিতীয় গেম এটি। আগের গেমটির থেকে বর্তমান গেমটি অনেক হাই কোয়ালিটি সম্পন্ন যদিও রিপটাইড জিপি অনেক জনপ্রিয় একটি গেম ছিল কিংবা এখনো রয়েছে, সুতরাং আশা করাই যায় যে রিপটাইড জিপি ২ গেমটিও অনেক জনপ্রিয় হতে যাচ্ছে। এই গেমটি তাদের গেমপ্লেতে রকেট পাওয়ার হাইড্রো জেট বাইক প্রোভাইড করেছে যা সত্যিই অসাধারণ। গেমটি খেললে আপনি একদম বাইক রেসিং এর দুনিয়ায় হারিয়ে যাবেন। গেমটিতে পেয়ে যাবেন আপনারা সিঙ্গেল প্লেয়ার ক্যারিয়ার মোড। পাশাপাশি রিয়েলস্টিক হাই কোয়ালিটি এনভায়রনমেন্ট তো থাকছেই। মোটামুটি ধরনের হাই কোয়ালিটির গ্রাফিক রয়েছে গেম এর মধ্যে। সবচাইতে বড় কথা হচ্ছে হলো এই গেমের সাইজ মাত্র ৭৪ এমবি। গেমটি android 5.0 এবং এর ঊর্ধ্বে সকল অ্যান্ড্রয়েড ডিভাইসের মধ্যেই চলবে।



Elite Motos 2 (এলাইট মটোস টু)

এলাইট মটোস সিরিজের আরো একটি গেম হচ্ছে হল এলাইট মটোস ২। আপনি যদি এই গেমটি এখনো না খেলে থাকেন তাহলে অনেক ভালো একটি বাইক রেসিং গেম মিস করেছেন। সমস্যা নেই এই পোষ্টের মধ্যেই আপনারা এ গেমটি পেয়ে যাবেন এবং এই গেমটি আপনারা এখান থেকেই প্লে স্টোরে গিয়ে খেলতে পারবেন। অলরেডি এই গেমটির ডাউনলোড সংখ্যা এক কোটি ছাড়িয়ে গেছে। তাহলে আপনারা বুঝতেই পারছেন মোবাইলে এই গেমটি কতটা জনপ্রিয়। এলাইট মটোস আগে যারা যারা খেলেছেন তারা হয়তো বা বুঝতে পারবেন যে এলাইট মটোস ২ কি পরিমান উন্নত হয়েছে কিংবা গেমটি কতটা আপডেট হয়েছে। নতুন নতুন এনিমেশনস যোগ হয়েছে এই গেমে সেই সাথে চমৎকার এনভায়রনমেন্ট তো আছেই। গুগল প্লে স্টোরে বর্তমানে এ গেমটার সাইজ ৩৭৯ এমবি যেটি বর্তমান সময়কার প্রায় সকল অ্যান্ড্রয়েড ফোনের মধ্যেই চলবে বলে আমরা আশাবাদী। নিচের বাটনে ক্লিক করে সরাসরি গুগল প্লে স্টোরে গিয়ে এই গেমটি আপনারা আপনাদের ফোনের মধ্যে নামিয়ে খেলতে পারেন।


Gravity Rider Zero (গ্রাভিটি রাইটার জিরো)

বুঝতেই পারছেন এই গেমের মধ্যে গ্রাভিটির সাথে আপনাকে পাল্লা দিয়ে বাইক রাইডিং করতে হবে। বাইক রাইডিং এর সময় বিভিন্ন অবস্টাকেলস/বাধা আসবে আপনার সামনে, বিভিন্ন প্রবলেম ফেস করতে হবে আপনাকে এবং সেগুলোর মধ্য দিয়েই আপনাকে আপনার মিশন কমপ্লিট করতে হবে।
রাইড করার জন্য বিভিন্ন রকম বাইকও পেয়ে যাবেন আপনি এই গেমের মধ্যে। গেমটি আপনারা গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন মাত্র ৬৯ এমবিতে, সরাসরি গুগল প্লে স্টোরে যেতে চাইলে নিচের বাটনে ক্লিক করে চলে যেতে পারেন। এছাড়াও এই গেমটি বর্তমানে এক কোটিরও বেশি সংখ্যক বার ডাউনলোড হয়েছে গুগল প্লে স্টোর থেকে। গেমটির পূর্ণাঙ্গ মজা নিতে এখনই গেমটি খেলে দেখতে পারন।


Indian Bikes Driving 3D (ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রিডি)

বুঝতেই পারছেন গেমটি একটি ইন্ডিয়ান গেম তাই এই গেমের মধ্যে থাকবে ইন্ডিয়ান এনভায়রনমেন্ট এবং ইন্ডিয়ান বাইক রাইডিং এর সুযোগ। শুধু এই গেমের মধ্যে বাইক-ই নয় বাইকের পাশাপাশি আরো অনেক গাড়ি চালাতে পারবেন যেমন ট্রেন, বাস, হেলিকপ্টার, পুলিশের গাড়ি ইত্যাদি। এক কথায় বাইক গেম এর মধ্যেই আপনারা জিটিএ ফাইভ এর অর্থাৎ জিটিএ গেমের ফিল পাবেন। গেমের মধ্যে চিট কোড ব্যবহার করার পারমিশন রয়েছে, যখন এই গেমটি খেলবেন আপনারা সেই চিট কোড গুলো ব্যবহার করে ইজিলি আপনাদের গেম খেলার পূর্ণাঙ্গ মজাটা নিতে পারবেন। চিটকোডগুলো আপনারা এই গেমটির গুগল প্লে স্টোরের লিঙ্কে গেলে সেখান থেকে ডিসক্রিপশন পড়ে জানতে পারবেন। এই বাইক গেমটিও এখন পর্যন্ত এক কোটি বারেরও বেশি ডাউনলোড হয়েছে গুগল প্লে স্টোর থেকে। গেমটির সাইজ মাত্র ৯৫ এমবি। গেমটি আন্ড্রয়েড ৪.৪ এর ঊর্ধ্বে যে কোন এন্ড্রয়েড ডিভাইসেই চলবে। তাই আর দেরি কিসের এখনই গেমটি খেলে ফেলুন।


Neon Riders (নিয়ন রাইডার্স)

নিয়ন লাইটের সাথে সাথে বাইক রাইডিং এর মজাই আলাদা তাই না? খুবই কালারফুল একটি গেম এটি। যারা স্ক্রিনের মধ্যে আলোকিত জিনিসপাতি দেখতে পছন্দ করেন কিংবা আলোকিত গেম দেখতে পছন্দ করেন বা খেলতে পছন্দ করেন তারাই গেমটি একবার ট্রাই করে দেখতে পারেন। পাশাপাশি আপনি যদি বাইক লাভার হয়ে থাকেন তাহলে তো অবশ্যই এই গেমটি একবার খেলে দেখতেই হয় তাই না? এই গেমে একটি শহর রয়েছে যার নাম হলো নিয়ন সিটি আর আপনি সেই নিয়ন সিটির বাসিন্দা।আপনি এখানে একজন যোদ্ধা হিসাবে বাইক চালাবেন আপনার কাজ হল সেই সব দুষ্কৃতিকারীদের বিপক্ষে রুখে দাঁড়ানো যারা কিনা পরিবেশ দূষণ করছে। তো আর দেরি কিসের এখনই বাইক নিয়ে ঝাঁপিয়ে পড়ুন এই গেমের অ্যাডভেঞ্চারাস ওয়ার্ল্ডে। গেমটি একেবারেই নতুন একটি গেম, ডাউনলোড হয়েছে মাত্র ১০ হাজার বার, তাই আপনিও আর দেরি না করে  খেলে দেখুন এই গেমটি। 





আশা করছি আমি যেসব গেম আপনাদের সাথে আজকে শেয়ার করেছি সেগুলো আপনাদের অবশ্যই ভালো লাগবে। আরো নিত্যনতুন গেমস পেতে চাইলে আমাদের সাথে অবশ্যই থাকুন। চাইলে নিচের ভিডিওটি দেখে গেমগুলোর গেমপ্লে সম্পর্কে ধারণা করে নিতে পারেন।


Next Post
No Comment
Add Comment
comment url