সেরা ৫টি বাস গেম 🔋 Top 5 Bus Simulator Games For Android | Best High Graphics Bus Games For Mobile - C2


 

কি অবস্থা সবার ? আশা করি সবাই খুব ভালো আছো । তাই আজকে আবারও তোমাদের জন্য নিয়ে এসেছি আরো সেরা ৫ টি অ্যান্ড্রয়েড বাস গেমস। যেই গেম গুলো নিয়ে এসেছি তার প্রায় সব গুলোই তোমরা তোমাদের মোটামুটি একটি ফোন হলেই খেলতে পারবে। গেম গুলোর গ্রাফিক্স ও হবে খুবি তাগড়া । তাই চলো দেখে নেই আজকের সেরা সেরা বাস গেমস গুলো । আর হ্যা গেম গুলো খেলে তোমাদের কেমন লাগলো আমাকে জানাতে কিন্তু জানাতে ভুলো না । 

1. Bus Sim Brasil ( বাস সিম ব্রাজিল )

গেমটি তোমরা তোমাদের যে কোনো ফোনেই খেলতে পারবে । কারণ গেমটির সাইজ মাত্র ৭৭ এমবি । তার পাশাপাশি গেমটি একটি অফলাইন গেম তাই তোমরা ইন্টারনেট ছাড়াই খেলতে পারবে। গেমটির সাইজ ছোট হলেও এর গ্রাফিক্স মোটামুটি খুবি সুন্দর। গেমটিতে ব্রাজিলের ম্যাপ পেয়ে যাবে তুমি। গেমটির কনসেপ্ট অন্যান্য বাস গেমের মতোই , মনে একটি বাস স্ট্যান্ড থেকে যাত্রী নিয়ে তোমাকে অন্য স্টেশন এ যেতে হবে । গেমটির কন্ট্রোল ও অনেক রিলষ্টিক। যা খেলার সময় তোমার মনে হতেই হবে যে তুমি রিয়াল লাইফে বাস ড্রাইভ করছো। তাই তোমার যদি সিমুলেটর গেম ভালো লেগে থাকে তাহলে এই গেমটি একবার খেলে দেখতে পারো। 




2. Angot D Game ( আঙ্গট ডি গেম ) 

এই গেমটি বাস সিমুলেটর গেমের মতোই , শুধু গেমটিতে তোমাকে বাসের জায়গায় ক্যাব ড্রাইভ করতে হবে । গেমটি তে তুমি ইন্ডিয়ান ট্রাফিক এর সাথে সাথে পেয়ে যাবে ইন্ডিয়ান ম্যাপ । এখানে তোমাকে ক্যাব এর মাধ্যমে যাত্রী এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে হবে । এইখানে তোমাকে অনেক গুলো টাস্ক দেওয়া হবে যা করার মাধ্যমে তুমি নেক্সট লেভেল আনলক করতে পারবে। এছাড়া পেয়ে যাবে বেশ কয়েক প্রকার এর ভেহিকেল যা তুমরা ফুল্লি কাস্টোমাইজ করতে পারবে। গেমটি একবার হলেও তোমার খেলে দেখা উচিত। গেমটির গ্রাফিক্স এর কথা বলতে হলে বলবো গ্রাফিক্স খুবি সুন্দর । গেমটি খেলার সময় তোমার মনে হবে তুমি বাস্তবে গাড়ি ড্রাইভ করছো। 




3. Bus Simulator Extreme Roads ( বাস সিমুলেটর এক্সট্রিম রোডস ) 


যারা ইউরো ট্রাক সিমুলেটর গেমটির খুব বড় ফ্যান তাদের কাছে এই গেমটি খুব ভালো লাগবে। কারণ গেমটি গ্রাফিক্স অত্যন্ত সুন্দর এবং রিয়েল স্টিক যা তোমাকে ইউরো ট্রাক সিমুলেটর গেমটির  ফিল দিবে। গেমটির সাইজ ৩৫০ এমবি এর কাছাকাছি। তাই তোমার যদি মোটামুটি একটি ডিভাইস থেকে তাহলে গেমটি খেলতে পারবে। গেমটিতে তুমি পেয়ে হবে বিশাল একটি ওপেন ওয়ার্ল্ড ম্যাপ। তার সাথে পেয়ে যাবে অনেক রকম এর গাড়ি যা পুরোপুরি তুমি কাস্টোমাইজ করতে পারবে। তাই যদি সিমুলেটর গেম বাসো তাহলে অবশ্যই গেমটি খেলে দেখতে পারো।  




4. Bus Simulator 2023 ( বাস সিমুলেটর ২০২৩ )

গেমটির নাম শুনেই বুঝতে পারছো গেমটি একটি নতুন গেম। ২০২৩ সালেই গেমটি মুক্তি পায় । গেমটির গ্রাফিক্স অত্যন্ত  সুন্দর এবং রিয়ালস্টিক। কারণ মূলত গেমটি একটি পিসি গেম যা পরে ডেভলপাররা মোবাইল প্ল্যাটফর্ম এর জন্য বের করে। গেমটি একটি অনলাইন গেম। তাই তোমাকে ইন্টারনেট অন করে গেমটি খেলতে হবে। গেমটির গ্রাফিক্স হিসেবে তুমি পেয়ে যাবে পৃথিবীর প্রায় জনপ্রিয় সব শহর এর ম্যাপ। গেমটি তে তুমি মাল্টিপ্লেয়ার মোড এ অন্যান্য প্লেয়ার দের সাথে খেলতে পারবে। গেমের মধ্যে তুমি সব ধরনের ওয়েদার পেয়ে যাবে।  যার মধ্যে তোমাকে ড্রাইভ করতে হবে । এক কথায় বলতে গেলে গেমটি মোবাইল প্ল্যাটফর্মের সিমুলেটর গেমগুলোর মধ্যে ওয়ান অফ দ্যা বেস্ট গেম বলতে পারো। 




5.Drivers Jobs Online Simulator ( ড্রাইভ জবস অনলাইন সিমুলেটর ) 

গেমটি একটি  অনলাইন গেম । যার সাইজ ১ জিবি এর মতো । গেমটি তে তুমি পেয়ে যাবে অনেক ধরনের ট্রাফিক পেয়ে যাবে । শুধু তাই নয়, যদি তুমি বাস সিলেক্ট করে খেলো তাহলে তোমাকে বাস এর মিশন যেমন এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে হবে । আবার যদি ট্রাক সিলেক্ট করো তাহলে তোমাকে ট্রাক এর মিশন দাওয়া হবে । তাই একটা গেম এর মধ্যেই তুমি প্রায় সব ধরনের সিমুলেটর এর মজা নিতে পারবে।  গেমটি তে তুমি তোমার ইচ্ছা মত গাড়ি কাস্টোমাইজ করার সাথে সাথে মাল্টি প্লেয়ার মোড এ অন্য রিয়াল প্লেয়ার দের সাথেও খেলতে পারবে। তোমার যদি মোটামুটি একটা ভালো ডিভাইস থাকে তাহলেই তুমি গেমটি খুব ভালো ভাবে এনজয় করতে পারবে ।  তাই এখন ই যাও গেমটি খেলে ফেলো একবার । 


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url