সেরা ৫টি কার রেসিং গেমস | Top 5 Car Racing Games For Android - Oct 2023
Nobita
১৬ অক্টো, ২০২৩
আমাদের দেশে কার রেসিং গেমগুলোর অনেক বড় একটি ফ্যানবেস আছে। যা দিন দিন আরও বড় হচ্ছে। আর তাই আজকে আমাদের পোস্ট-এর টপিক এই কার রেসিং গেমগুলি। যা তোমাকে মোবাইল এর মধ্যে সেরা গ্রাফিক্সের সাথে সাথে খুবি রোমাঞ্চকর রেসিং এর অভিজ্ঞতা দিবে। প্রতিটি গেম তুমি চাইলে নিচে থাকা "গেমটি খেলুন" বাটন এ ক্লিক করে খেলতে পারবে। সব কয়টি গেমই রয়েছে গুগল প্লেস্টোরে।
Asphalt 9: Legends (আস্পল্ট ৯)
গেমটি সম্পর্কে খুব বেশি কিছু বলতে হবে না আশা করি। আস্পল্ট সিরিস এর ৯ নাম্বার পার্ট এটি। অনেক আগে থেকেই আস্পল্ট, মোবাইল এ রেসিং গেমকে এক অন্য লেভেল এ নিয়ে গেছে। গেমটিতে তুমি সব ধরনের সুপার কার পেয়ে যাবে। যা তোমাকে রেস খেলে খেলে আনলক করতে হবে। সুতরাং তুমি তোমার পছন্দের কারটি চালানোর সুযোগ পেয়ে যাচ্ছো এইগেমের মধ্যে। গেমটি একটি অনলাইন গেম। তোমাকে ইন্টারনেট কানেকশন এর মাধ্যমে গেমটি খেলতে হবে। এর গ্রাফিক্স অনেক সুন্দর, মনে হবে তুমি কোন পিসি গেম খেলতেছো। গেমটির সাইজ ১.৫ জিবি এবং গুগল প্লেস্টোর থেকে গেম টি ১০০ মিলিওন এর-ও বেশি বার ডাউনলোড হয়েছে। সুতরাং বুঝতেই পারছো গেমটি কতটা জনপ্রিয়।
Car X Drift Racing 2 (কার এক্স ড্রিফট রেসিং ২)
গেমটি কার এক্স রেসিং এর সিকুয়াল। গেমটি তোমাকে রেসিং এর অন্য এক লেভেল এ নিয়ে যাবে। গেম এর গ্রাফিক্স, ফিজিক্স, এবং বিশেষ করে এর ড্রিফটিং স্টাইল তোমাকে মুগ্ধ করবেই। গেম এ তুমি পেয়ে যাবে সব ধরনের সুপার কার এর কালেকশন। তার পাশাপাশি তুমি গাড়ির সবকিছু তোমার মন এর মতো মোডিফাই করতে পারবে। এতে তোমার পার্সনাল একটি গ্যারেজ থাকবে যা-তে তুমি এই সব কাজ করতে পারবে। গেমটি তুমি চাইলে পার্সনাল রুম খুলে তোমার বন্ধুদের সাথে রেস করতে পারবে। তাই আর দেরি কেন? এখনি গেম টি খেলে ফেলো। গেমটির সাইজ ২জিবি, তাই ৩/৪ জিবি র্যামের মোটামুটি সব ফোনেই গেমটি খেলতে পারবে।
Need For Speed No Limits (নীড ফর স্পিড নো লিমিটস)
গেমটি অনেক পুড়নো একটি গেম। রেসিং গেম লাভারদের মধ্যে কিন্তু এখনও অনেক জনপ্রিয় এই গেমটি। গেমটির গ্রাফিক্স এখনকার সময় এর গেমগুলোর মতই অনেক উচ্চমানের। সবচেয়ে বড় কথা হলো কয়েকদিন আগেই গেমটি কিন্তু আর গুগল প্লেস্টোরে পাওয়া যাচ্ছিলো না কিন্তু এখন গেমটি সেখানে এভেইলএবল আছে, তাই সরাসরি গেমটি খেলতে নিচের "গেমটি খেলুন" বাটনে ক্লিক করে গুগল প্লেস্টোরে চলে যেতে পারো। গেমটিতে তোমাকে একটি পুরো সিটি দিয়ে দাওয়া হবে। তাই তুমি চাইলে রেস এর পাশাপাশি তোমার পছন্দের গাড়িটি নিয়ে পুরো সিটি ঘুরে দেখতে পারবে। তার সাথে এতে আছে ১০০০ এর ও বেশি মিশন। তুমি চাইলে একবার এই গেমটি খেলে দেখতেই পারো। আশা করি অনেক ভালো লাগবে তোমার।
OTR - Offroad Car Driving Game (অফ দা রোড)
গেমটি আমার এই লিস্ট-এর ওয়ান-অফ-দা বেস্ট গেম বলা যায়। এর পিছনে কিছু কারণ অবশ্যই আছে। গেমটিতে রয়েছে পুরো একটা ওয়ার্ল্ড, যেখানে তুমি যা খুশি করতে পারবে। তুমি চাইলে ইন-গেম মিশন পুরো করতে পারো অথবা তুমি তোমার ইচ্ছা মতো যে কোন গাড়ি চালাতে পারো পুরো ওয়ার্ল্ড জুড়ে। শুধু গাড়ি নয় গেমটি তে ট্রেন, অফরোড ট্রাক, প্লেন, হেলিকাপটার, বোট, আরও অনেক কিছু আছে যেগুলো তুমি চাইলে চালাতে পারো। এছাড়া এতে রয়েছে মাল্টিপ্লেয়ার মোড। সুতরাং তোমার বন্ধুদের সাথেও গেমটি এনজয় করতে পারো। তাই এখনি একবার গেমটি খেলে দেখে নাও। গেমটির সাইজ মাত্র ৪৬৪ এমবি।
Race Master 3D - Car Racing (রেসিং মাস্টার থ্রিডি)
গেমটি অলরেডি গুগল প্লেস্টোরে রিলিজ হয়ে গিয়েছে। যদি তোমার কাছে ভালো মোবাইল থাকে তাহলে তুমি 4K-তেও গেমটি ঊপভোগ করতে পারবে। সুতরাং বুঝতেই পাড়ছো গেমটি কতটা হাই গ্রাফ্রিক্স-এর হতে যাচ্ছে। আশা করা যাচ্ছে খুব তারাতারি গেমটি জনপ্রিয়তা লাভ করে ফেলবে, যদিও অলরেডি কিন্তু গেমটির গুগল প্লেস্টোর থেকে ডাউনলোড সংখ্যা ১০০০০০০০০ বারেরও বেশি। গেমটির বর্তমান সাইজ মাত্র ১৬২ এমবি।
তো আমার প্রিয় গেমার ভাই ও বোনেরা আশা করছি এই পোষ্টের দেওয়া গেম গুলো তোমাদের ভালো লেগেছে। এই লিস্টে থাকা গেম গুলো একান্তই আমার পার্সোনাল ফেভারিট। গেম গুলো খেললেই বুঝবে যে কেন আমি এই গেমগুলো আজকের এই পোস্ট-এ তোমাদের সাথে শেয়ার করেছি। এছাড়াও গেম ডাউনলোড রিলেটেড কোন প্রবলেম থাকলে কিংবা আমার সাথে যদি তোমরা যোগাযোগ করতে চাও তাহলে আমাকে ইন্সটাগ্রামে ফলো করতে এবং মেসেজ করতে ভুলনা। আজকের মত এখানেই শেষ করছি, সবাইকে আসসালামু আলাইকুম।