মোবাইলে সেরা ৫টি সিমিউলেটর গেমস । Top 5 Simulator Games On Android Mobile - High Graphics Android Games
Truck Simulator : Europe (ট্রাক সিমুলেটর ইউরোপ)
গেমটি তে তোমাকে একটি ট্রাক চলাতে হবে। গেমটি তে রয়েছে অনেক টাইপ এর ম্যাপ। গেম-এর মধ্যে তুমি চাইলে তোমার নিজের ইচ্ছে মতো তোমার ট্রাককে মোডিফাই করতে পারবে। এছাড়া গেমে রয়েছে অনেক ধরনের মিশন। গেমটি তোমাকে অনেক ভাল গ্রাফিক্স কোয়ালিটি প্রদান করবে মোবাইল এর মধ্যেই। গেমটির সাইজ মাত্র ৪৭৫ এমবি। গেমটিতে খুব ছোট ছোট ডিটেলস খুব সুন্দর করে ফুটিয়ে তুলা হয়েছে। তাই গেমটি খেলার সময় মনে হবে তুমি সত্যি সত্যি ট্রাক চালাচ্ছো। তাই আর দেরি না করে এখনি নিচের "গেমটি খেলুন" বাটন এ ক্লিক করে গেমটি তোমাদের ফোনে নামিয়ে খেলে ফেলো।
METAL MADNESS PvP: Car Shooter (মেটাল ম্যাডনেস পিভিপি: কার সুটার)
এই গেম টির কনসেপ্ট অনেক ইউনিক। গেম টির মদ্ধে তোমাকে গাড়ি চালাতে হবে এবং তার সাথে সাথে অন্যান্য গাড়ি কে ফায়ার করতে হবে। গেম টি অনলাইন অফালাইন ২ মোড এই খেতে পারবে। তুমি চাইলে তোমার বন্ধুদের সাথেও গেম টি খেলতে পারবে । গেম টি খুবি মজার একটি গেম। গেম এর সাইজ মাত্র ১৪৬ এমবি। কিন্তু সেই অনুযায়ী গেম টি অত্তন্ত ভালো গ্রাফিক্স তোমাকে প্রদান করবে। গেম টি সুধু মাত্র প্লে স্টোরে থেকেই ১০০০০০০০ বার এর বেশি ডাউনলোড করা হয়েছে। সুতরাং বুঝতেই পারছ গেম টি কতটা জনপ্রিয়। তুমি চাইলে এখনি গেম টি একবার খেলে দেখতে পারো। এবং তোমার বন্ধু দের ও গেম টি খেলতে বলতে পারো।
Train Simulator 2018 (ট্রেন সিমুলেটোর ২০১৮)
এত দিন তো কার,বাস,ট্রাক এর মত অনেক সিমুলেটোর গেম খেলা হয়েছে। কিন্তু ট্রেন চালানোর মতো অভিজ্ঞতা খুব কম পাওয়া যায়। তাই আজকে এই গেম টি আমাদের লিস্ট এ একটি জায়গা করে নিয়েছে। গেম টি তে তোমাকে ট্রেন চালাতে হবে এবং তার সাথে থাকবে অনেক চেলাঙ্গিং মিসন তা কমপ্লিট করতে হবে। এর মদ্ধে রিয়াল ট্রেন যে ভাবে হয় ঠিক সেই ভাবে ট্রেন কন্ট্রোল করতে হবে, এটি তে রয়েছে ৩ ডি গ্রাফিক্স এনিমেসন। গেম টি তে তুমি চাইলে ট্রেন এর ইঞ্জিন থেকে শুরু করে সব কিছু তোমার মনের মতো করে কাস্টোমাইজ করতে পারবে। এটি খেলতে খেলতে তুমি অনেক এবিলিটি আনলক করতে পারবে, যা তোমার গেমিং এক্সপেরিয়ান্সে অন্য লেভেল এ নিয়ে যাবে। প্লে স্টোর থেকে গেম টি ৫০ হাজার এর ও বেশি বার ডাউনলোড হয়েছে। গেম এর সাইজ মাত্র ১৪৭ এমবি।
Truck Evolution (ট্রাক এভোলিউশন)
গেমটিতে তোমাকে অফরোড এ ট্রাক চালাতে হবে। এতে রয়েছে অনেকগুলো ম্যাপ। প্রতিটি ম্যাপ-এ বিভিন্ন রকম চ্যালেঞ্জিং রোড থাকবে। এছাড়া তুমি রোড এবং আবহওয়া অনুযায়ী ট্রাক কাস্টোমাইজ করতে পারবে। গেমটি বর্তমানে গুগল প্লেস্টোরে এভেইলএবল আছে। গেমটি ১০০ বারেও বেশি বার ডাউনলোড হয়েছে। আমার মতে ভবিষ্যতে আসা করা যায় গেমটি আরো অনেক বেশি পপুলার হবে। গ্রাফিক্স কোয়ালিটিও বলা যায় বেশ সুন্দর। যদিও পিসি লেভেল গ্রাফিক্স দিবে না তাও আমি আশাবাদী তোমাদের গেমটি ভালো লাগবে। তার থেকে বড় কথা গেমটির সাইজ মাত্র ৪৮ এমবি। বিশ্বাস হচ্ছে না? স্বাভাবিক, গেমটি খেলার সময় বুঝতেই পারবে না যে এর সাইজ এত কম। তাহলে আর দেরি কিসের? খেলে ফেলো গেমটি।
Bus Simulator Indonesia (বাস সিমুলেটোর ইন্দোনেশিয়া)
বাস সিমুলেটোর গেমগুলোর মধ্যে সব থেকে জনপ্রিয় হলো এই গেমটি। গেমটি সম্পর্কে আশা করি খুব বেশি কিছু বলতে হবে না। যারা সিমুলেটোর গেম পছন্দ করে তারা অন্তত একবার হলেও এই গেমটি খেলেছো। আর তুমি যদি এখনো গেমটি না খেলে থাকো তাহলে আমি অবশ্যই সাজেস্ট করবো গেমটি খেলে দেখো। গেমটি মোবাইলের মধ্যে অনেক ভালো গ্রাফিক্স প্রদান করেছে। এর ম্যাপ অনেক বড় যা এক্সপ্লোর করা অনেক এঞ্জয়েবল। তাছাড়া তুমি চাইলে মোড ইউস করে ম্যাপ, কার এবং বাস এর স্কিন ও লাগাতে পারবে। গেমটি তুমি অনলাইন, অফলাইন এবং মাল্টিপ্লেয়ার মোড-এ খেলতে পারবে। গেমটি বন্ধু দের সাথে খেলতে অন্যরকম মজা রয়েছে।
যাইহোক আজকের মত এখানেই শেষ করবো। আশা করছি আজকের পোস্ট-এ দেখানো গেমগুলো তোমাদের পছন্দ হবে, আর যদি গেমগুলো বিন্দুমাত্র তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কিন্তু ইনস্টাগ্রামে ফলো করতে ভুলোনা চাইলে Instagram এ আমাকে মেসেজ করতে পারো, আমার কাছে বিভিন্ন গেম-এর সাজেশনও নিতে পারো। সেই সাথে সবার সুস্থতা কামনা করছি, খোদা হাফেজ।