মোবাইলের জন্য সেরা ৫টি প্লেন সিমুলেটর গেম । Top 5 best Plane Simulator games for Android
Nobita
১ নভে, ২০২৩
আমরা এর আগে অনেক গুলো পোষ্টে বাস , ট্রাক , ট্রেন আরো অনেক সিমুলেটর গেমসের কথা তোমাদের বলেছি, এছাড়া তোমরাও এমন অনেক সিমুলেটর গেমস ট্রাই করেছি অলরেডি। কিন্তু আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি প্লেন সিমুলেটর গেমস। যা হয়তো তোমাদের মধ্যে বেশির ভাগই খেলোনি কখনো। তাই আজকের গেমস গুলো খুবি ইন্টারেস্টিং হতে যাচ্ছে। তোমরা চাইলে তোমাদের প্রায় সব ফোনেই গেমগুলো খেলতে পারবে। তো চলো দেখে নেই সেরা ৫টি প্লেন সিমুলেটর গেমস।
Take Of Flight Simulator (টেক অফ ফ্লাইট সিমুলেটর)
গেমটি একটি অফলাইন গেমস, যার সাইজ মাত্র ৬৬১ এমবি। গেমটির মধ্যে তুমি পেয়ে যাবে ২০ টারও বেশি ক্যাটাগরির প্লেন। যা তোমাকে খেলে খেলে আনলক করতে হবে। এছাড়া গেমটিতে রয়েছে অনেকগুলো ইন্টারেস্টিং মিশন। গেমটিতে তুমি চাইলে তোমার এয়ারক্রাফ্টকে আপগ্রেড করতে পারবে, যা তোমাকে মিশন কমপ্লিট করতে সাহায্য করবে। গেমটির কন্ট্রোল খুবি হ্যান্ডি তোমাকে খুব বেশি কষ্ট করতে হবে না প্লেন নিয়ন্ত্রণ করতে। তাই সব মিলিয়ে গেমটি অনেক ভালই বলা যেতে পারে। তাই তুমি চাইলে একবার গেমটি খেলে দেখতে পারো।
X plane Flight Simulator (এক্স প্লেন ফ্লাইট সিমুলেটর)
গেমটি অনলাইন-অফলাইন ২ মডেই খেলতে পারবে তোমরা। গেমটির সাইজ ১.৪ জিবি। এর গ্রাফিক্সের কথা যদি বলি তাহলে বলবো এককথায় জোস। অনেকটাই রিয়ালস্টিক গ্রাফিক্স প্রোভাইড করে গেমটি। এছাড়া এর কন্ট্রোল এবং অনেক গুলো ক্যামেরা অ্যাঙ্গেল তোমার গেমপ্লে এক্সপেরিয়েন্স কে অন্য লেভেলে নিয়ে যাবে। গেমটিতে তুমি মাল্টিপ্লেয়ার মোড ও পেয়ে যাচ্ছো তাই তুমি চাইলে তোমার বন্ধুদের সাথেও গেমটি এনজয় করতে পারবে।
FPV Free Raider (এফ পি ভি ফ্রী রাইডার)
এই গেমটি অন্যান্য ফ্লাইট সিমুলেটর গেমসের থেকে আলাদা কনসেপ্ট এ তৈরি। গেমটির মধ্যে তোমাকে একটি ড্রোন উড়াতে হবে, এবং তোমার ক্যামেরা এঙ্গেল থাকবে ড্রোন এর পয়েন্ট অফ ভিউ থেকে। তাই গেমটি খেলার সময় তোমার মনে হবে তুমি রিয়াল লাইফে কোনো FPV ড্রোন চালাচ্ছো। গেমটি খুবই ইউনিক আর গ্রাফিক্সও খুবই সুন্দর। গেমটির সাইজ মাত্র ৬০ এমবি। আর হ্যাঁ গেমটা কিন্তু একটি অফলাইন গেম। তাই দেরি না করে একবার এখনই দেখে নাও গেমটি কেমন লাগে।
Airline Commander : Flight Games (এয়ারলাইন কমান্ডার : ফ্লাইট গেমস)
এটিও একটি অফলাইন গেম যার সাইজ ৪৪০ এমবি। তুমি যদি রিয়েল প্লেন উড়ানোর এক্সপেরিয়েন্স নিতে চাও তাহলে এই গেমটি তোমার জন্য একদম পারফেক্ট। গেমটিতে তোমাকে শিখানো হবে কিভাবে একটি রিয়েল প্লেন উড়াতে হয়। তার সাথে তুমি পেয়ে যাবে খুবই সুন্দর গ্রাফিক্স এবং অনেক ক্যাটাগরির প্ল্যান। গেমটির মধ্যে তুমি চাইলে অনেকগুলো বাস্তব এয়ারপোর্টের মধ্যে যেকোন এয়ারপোর্ট বাছাই করতে পারবে। গেমটির ম্যাপ অফ খুবই বড় । যার মধ্যে তুমি চাইলে গেম টির বিভিন্ন মিশন কমপ্লিট করতে পারবে। এছাড়া তুমি ফ্রি ফ্লাইট নিতে পারবে যার মধ্যে তোমাকে কোন মিশন কমপ্লিট ছাড়াই শুধু প্লেন উড়ানোর এক্সপেরিয়েন্স নিতে পারবে। তাই নিচের গেমটি খেলুন বাটনে ক্লিক করে একবার এখনই গেমটি খেলে নাও।
World Of Airport (ওয়াল্ড অফ এয়ারপোর্ট)
গেমটির সাইজ ১.১ জিবি এবং একটি অফলাইন গেম। ফ্লাইট সিমুলেশন গেম গুলোর মধ্যে ওয়ান অফ দা বেস্ট সিমুলেটর গেম বলতে পারো এটি। গেমের মধ্যে শুধু প্লেন উড়ানো না, কিভাবে একটা এয়ারপোর্ট রান করে সেগুলো সম্পূর্ণ তোমার মিশনের মধ্যে থাকবে। অর্থাৎ তুমি এয়ারপোর্ট এর রিয়েল লাইফের সম্পূর্ণ এক্সপেরিয়েন্সটা এখান থেকে নিতে পারছো। তোমার গেমের মূল মোটিভ থাকবে একটা ছোট এয়ারপোর্টকে কিভাবে বড় করা যায়। সব কিছু ধীরে ধীরে আপডেট করে তোমার এয়ারপোর্টকে অনেক বড় করতে হবে। এছাড়া যদি এয়ারক্রাফ্টের কথা বলি তুমি সব প্রায় সব ধরনের এয়ারক্রাফট পেয়ে যাবে এই গেমের মধ্যে। তাই আর দেরি কেন যদি ফ্লাইট সিমুলেটর গেম পছন্দ হয় তাহলে এই গেমটা অবশ্যই তোমার জন্য রেকমেন্ডেড থাকবে।
গেমগুলো খেলতে অবশ্য আমাকে জানাতে ভুলো না কেমন লাগলো গেমগুলো তোমাদের কাছে। আমাকে তোমরা পেয়ে যাবে ইনস্টাগ্রামে, তাই এখনই আমাকে ইনস্টাগ্রামে ফলো করে নাও। আর চোখ রাখ আমাদের ইনস্টাগ্রামে এ যেকোনো ধরনের আপডেটের জন্য।