মোবাইলে সেরা ৫টি পিসি গেমস | Top 5 PC Like Games On Android
গেমিং এর জগৎ এ পিসি এবং কনসোল গেমের উপর আর কিছু হতে পারে না। কিন্তু আমাদের সবার কাছে তো আর সব গেম খেলার মতো হাই কনফিগারেশনের পিসি বা লযাপটপ নন। নি কনসোল থাকে না । যার ফলে অনেকেই এতো ভালো ভালো গেমগুলো এনজয় করতে পারি না । কিন্তু এখন আর চিন্তা নেই। মোবাইল গেমিং ইন্ড্রাস্ট্রিতে অনেক উন্নতি এসেছে । এখন প্রায় সব ভালো ভালো পিসি গেমের মোবাইল ভার্সন অথবা অলটারনেটিভ মোবাইল প্ল্যাটফর্ম এর জন্য অভাইলাবল। আজকে আমরা এমনি কিছু সেরা সেরা মোবাইল গেমস নিয়ে কথা বলবো যা কিছু জনপ্রিয় পিসি গেমের অলটারনেটিভ বলা যায়।
Turbo League (টার্বো লীগ)
বর্তমানে পিসিতে একটি জনপ্রিয় গেম হলো রকেট লীগ। টার্বো লীগ গেমটি তার অলটারনেটিভ বলতে পারো। কারণ গেমটির কনসেপ্ট পুরোপুরি রকেট লীগের মতোই। অর্থাৎ তোমাকে গাড়ির সাহায্যে বল ধাক্কা দিয়ে অপনেন্টকে গোল দিতে হবে। গেমটির গ্রাফিক্স অনেক হাই কোয়ালিটির, অনেকটাই রকেট লীগের মতোই। রকেট লীগ গেমটি অনেক মজার একটি কনসেপ্ট নিয়ে এসেছে বলেই এত তাড়াতাড়ি অনেক বেশি জনপ্রিয়তা লাভ করেছে। কিন্তু যাদের পিসি নেই তারা এতদিন গেমটি খেলতে পারে নি। তবে এখন আর চিন্তার কারণ নেই, যারা যারা রকেট লীগ খেলতে চাও মোবাইলে তারা অলটার্নেটিভ হিসেবে এখনি টার্বো লীগ খেলে ফেলো।
Gangstar New Orleans's (গ্যাংস্টার নিউ অর্লেন্স)
পিসি প্লাটফর্মে অনেক অনেক জনপ্রিয় ওপেন ওয়ার্ল্ড গেমস রয়েছে যার মধ্যে সব থেকে পপুলার হলো জিটিএ ৫ , আর ডি আর ২, সাইবার পাংক ইত্যাদি। কিন্তু গেমগুলো মোবাইলের জন্য এখনো রিলিজ হয় নি । কিন্তু তাই বলে যে মোবাইলে এমন গেম তুমি খেলতে পারবে না এইটা তো হতে পারে না। তাই আমাদের লিস্ট এর ২য় গেমটি হলো গ্যাংস্টার নিউ অর্লেন্স। গেমটির সাইজ মাত্র ১ জিবি। কিন্তু এত ছোট সাইজের মধ্যেও গেমটি তোমাকে একটি ওপেন ওয়ার্ল্ড গেমের সব ফিচার প্রোভাইড করবে। গেমটির গ্রাফিক্স মোটামুটি অনেক ভালো সাইজ এর দিক থেকে চিন্তা করলে । গেমটি খেলার জন্য আমি মিনিমাম তোমাদেরকে রেকমেন্ড করবো ৪ জিবি র্যাম এর একটি এন্ড্রয়েড ফোন। এর নিচের ফোনগুলোতে গেমটি একটু ল্যাগ দিতে পারে।
Asphalt 9 ( এস্পল্ট ৯)
পিসি গেমস-এর কথা হচ্ছে আর রেসিং গেমের কথা বলবো না এইটা তো হয় না । পিসি প্লাটফর্মে অনেক জনপ্রিয় কিছু কার রেসিং গেমস রয়েছে যেমন নীড ফর স্পিড, ফর্জা হরাইজন ৫, ড্রিফট ৫ আরো অনেক । গেমগুলোতে তুমি পেয়ে যাবে সকল প্রকার স্পোর্টস কার এর কালেকশন । তারসাথে বিভিন্ন রেসিং মিশন এবং আরো অনেক কিছু। ঠিক সেইরকমই সব ফিচার নিয়ে মোবাইল প্ল্যাটফর্মের জন্য রয়েছে এস্পল্ট ৯। গেমটি এস্পল্ট সিরিজ এর এখন পর্যন্ত রিলিজ হওয়া সর্বশেষ পার্ট। এর গ্রাফিক্স, ড্রাইভিং স্টাইল, ম্যাপ, রেসিং স্টাইল, কার কালেকশন সব কিছু তোমাকে মুগ্ধ করবেই। তাই যদি রেসিং গেমস লাভার হও তাহলে অন্তত একবার হলেও গেমটি তোমার খেলে দেখা উচিত।
Getting Over It ( গেটিং ওভার ইট)
গেমটি কিছুদিন আগে অনেক জনপ্রিয়তা লাভ করে। প্রায় সকল গেমিং কন্টেন্ট ক্রিয়েটর এই গেমটি খেলেছে। গেমটি প্রথমে শুধু পিসির জন্য এভেইলেবল থাকলেও পরে এর জনপ্রিয়তা দেখে মোবাইল প্লাটফর্মেও গেমটি রিলিজ করা হয় অফিসিয়ালি। গেমটি অনেক কঠিন একটি গেম যার ফলে অনেকেই রাগে নিজের পিসি পর্যন্ত ভেঙেছে। তো যাই হোক, গেমটি যে মোবাইলেও এভেইলেবল এইটা অনেকেই তোমরা হয়তো জানতে না। তাই এখনি যাও একবার খেলে দেখো গেমটি।
E.O.E. (ই.ও.ই )
এই গেমটি একটি অনলাইন গেম। যার থিম হলো অনেকটা ব্যাটল রয়েল গেমস এর মতোই। কিন্তু এইখানে তোমাকে জম্বি দের সাথে ফাইট করি বেচেঁ থাকতে হবে। গেমের মধ্যে তোমাকে জিনিস পত্র কালেক্ট করে হাতিয়ার থেকে শুরু করে যাবতীয় সব কিছু তোমার নিজের তৈরি করে নিতে হবে । গেমটির গ্রাফিক্স সম্পর্কে বলতে গেলে বলা যায় মোবাইলের গেম হিসাবে অনেকে ভালো গ্রাফিক্স প্রোভাইড করে গেমটি। এর কন্ট্রোল ও অনেক হ্যান্ডি তাই গেম খেলার সময় তোমার কোনো প্রকার ঝামেলা পোহাতে হবে না । গেমটিতে একটি স্টোরি লাইন ও রয়েছে যা তুমি খেলতে খেলতেই বুঝতে পারবে। খুব বেশি কিছু আর বলবো না তুমি একবার ট্রাই করে দেখে নাও । আশা করি গেমটি তোমার অনেক ভালো লাগবে। তবে এই গেমটি বর্তমানে গুগল প্লে স্টোরে নেই। যার কারণে এই গেমটি খেলতে হলে তোমাকে বিভিন্ন থার্ড পার্টি প্লে স্টোর থেকে নামিয়ে খেলতে হবে। যখনই এই গেমটি গুগল প্লে স্টোরে অ্যাভেইলেবল হবে আমি সাথে সাথে তোমাদেরকে জানিয়ে দেব এই পোস্টের মাধ্যমে।
আজকের দেওয়া পিসি গেম গুলো তোমাদের কেমন লাগলো ফোনের মধ্যে খেলে? আশা করছি একদম পিসির মতই ফিল পেয়েছো। গেমগুলো কেমন লাগলো সেটা জানাতে আমাকে ইন্সটাগ্রামে ফলো করে, একটা মেসেজ দিয়ে বলতে পারো। এছাড়াও গেমিং রিলেটেড যেকোনো প্রবলেমে আমাকে তোমরা জানাতে পারো। আমি সর্বদা ট্রাই করবো তোমাদেরকে হেল্প করার। আজকের মত এখানেই শেষ করছি, সবাইকে আসসালামু আলাইকুম।