মোবাইলের জন্য ওপেন ওয়ার্ল্ড গেমস । Best Open World Games For Android
Traha Global (ত্রাহা গ্লোবাল)
গেমটি একটি অনলাইন গেম। যার মধ্যে পেয়ে যাবে তুমি বিশাল একটি ওপেন ওয়ার্ল্ড ম্যাপ। তোমাদের যাদের এম এম ও আর পি জি গেমস গুলো পছন্দ তাদের জন্য গেমটি বেস্ট একটা অপশন। গেমটিতে তোমরা পেয়ে যাবে খুবি সুন্দর গ্রাফিক্সের সাথে জোস একটি স্টোরি লাইন। গেমের ভিতর ৪ টা প্লেয়েবল প্রটাগনিস্ট রয়েছে, যাদের প্রত্যেকেরই স্টোরি আলাদা আলাদা। তোমাকে যে কোনো একজনকে নিয়ে খেলতে হবে। গেমটির সাইজ ৮৪ এমবি এবং ইন গেম তোমাকে বেশ কিছু ফাইল ডাউনলোড করতে হবে। গেমটি মাল্টিপ্লেয়ার মোডেও খেলতে পারবে তোমরা।
Police Simulator 2022 Cop Simulator (পুলিশ সিমুলেটর ২০২২ কপ সিমুলেটর)
গেমটি অফলাইন-অনলাইন ২ টি মোডেই খেলতে পারবে তোমরা। গেমটিতে তোমাকে একটি পুলিশের রোল প্লে করতে হবে। অর্থাৎ ক্রিমিনাল ধরতে হবে তোমাকে। গেমটির সাইজ প্রায় ১ জিবি। এর মধ্যে তুমি পেয়ে যাবে বিশাল একটি ওপেন ওয়ার্ল্ড ম্যাপ যার মধ্যে তোমাকে ক্রিমিনাল ধরতে হবে। গেমটির কনসেপ্ট খুবই ইউনিক তাই গেমটি একবার খেলে দেখতে পারো। যেহেতু অফলাইন গেম তাই যে কোনো সময় যে কোনো জায়গায় গেমটি এনজয় করতে পারবে।
Marvel Future Fight (মার্ভেল ফিউচার ফাইট)
এই গেমটি সুপার হিরো ফ্যানদের জন্য একটি গিফট বলতে পারো। কারণ গেমটিতে তুমি পেয়ে যাবে মার্ভেল এর সব সুপার হেরো এবং ভিলেন। তারসাথে পেয়ে যাবে জোস একটি কমিক স্টোরি। আর যদি ম্যাপ এর কথা বলি তাহলে স্টোরি অনুযায়ী অনেকগুলো লোকেশন পেয়ে যাবে গেমটিতে। গেমটি অনলাইন একটি গেম এবং গেমটি তুমি মাল্টিপ্লেয়ার মোডেও খেলতে পারবে। গেমটির সাইজ ৯৬ এমবি। কিন্তু ইন গেম তোমাকে অনেক ফাইল ডাউনলোড করতে হবে। তাই গেমটি খেলার জন্য অন্তত তোমার ফোনে ৪ জিবি র্যাম থাকতে হবে ।
Oceanhorn (ওশানহর্ন )
গেমটি মোবাইল প্লাটফর্মে ওয়ান অফ দা বেস্ট ওপেন ওয়ার্ল্ড গেম বলতে পারো। গেমটিতে তোমরা পেয়ে যাবে অনেক জোস একটি স্টোরিলাইন। তোমাকে একটি পুরো ওয়ার্ল্ডের মধ্যে ছেড়ে দাওয়া হবে যার মধ্যে তুমি যা খুশি তাই করতে পারবে। এছাড়া গেমটিতে অনেক ধরনের মিশন রয়েছে। যা তোমাকে মাথা খাটিয়ে পার করতে হবে। তোমাকে বেচেঁ থাকার সরঞ্জাম থেকে শুরু করে হাতিয়ার সব কিছু গেমের মধ্যে বিভিন্ন জিনিস কালেক্ট করে তৈরি করে নিতে হবে। বুঝতেই পারছো গেমটি কতটা জোস হতে যাচ্ছে। তাই তোমার অন্তত একবার এই গেমটি খেলে দেখা উচিত।
Louis The Game (লুইস দা গেম)
গেমটি একটি অফলাইন গেম। গেমটি সবার জন্য না। শুধুমাত্র যাদের আর্ট স্টাইল গ্রাফিক্স পছন্দ তাদের গেমটি ভালো লাগবে। গেমটির মধ্যে তোমাকে ক্যান্ডেল খুজতে হবে এবং প্রতিটি ক্যান্ডেল এর সাথে-সাথে তোমাকে একটি করে স্টোরি আনলক করে দাওয়া হবে যা তোমাকে খেলে কমপ্লিট করতে হবে। খুবি সুন্দর গেমটির কনসেপ্ট। তুমি একবার খেলে না দেখলে বুঝবে না গেমটি কতটা ইন্টারেস্টিং।
গেম গুলো খেলে তোমাদের কেমন লাগলো আমাকে জানাতে ভুল না। আর কোনো ধরনের গেমের রেকমেন্ডেশন থাকলে আমাদের ইনস্টাগ্রামে এ নক করো এবং ফলো করতে ভুলো না। আমরা চেষ্টা করবো পরবর্তী আর্টিকেলে তোমার রিকোয়েস্ট রাখার।