সেরা ৫টি অফলাইন ভুতুরে গেমস । Tor 5 Best Horror Offline Games
Poppy Playtime Chapter 1 (পোপি প্লে টাইম চ্যাপ্টার ১)
গেমটি একটি অফলাইন গেম। গেমটির নাম হয়তো তোমরা সবাই শুনেছো, কারণ প্রায় সব স্ট্রিমাররাই গেমটি স্ট্রিম করেছে। তো যারা এতদিন পিসির অভাবে গেমটি খেলতে পারোনি তাদের জন্য খুশির খবর, গেমটি এখন মোবাইল প্ল্যাটফর্মের জন্য রিলিজ করে দেওয়া হয়েছে। গেমটিতে তুমি পিসির মতোই গ্রাফিক্স এবং হরর এনভায়রনমেন্ট পেয়ে যাবে। এর আর একটি পার্টও রয়েছে তাই ঐ পার্টটি খেলার আগে তোমাকে চ্যাপ্টার ওয়ান অবশ্যই খেলতে হবে। তাই যদি তুমি হরর গেম লাভার হয়ে থাকো তাহলে একবার এই গেমের সিরিজটি ট্রাই করা উচিৎ তোমার।
No Rest Horror Game (নো রেস্ট হরর গেম)
এই গেমটিও একটি অফলাইন গেম। গেমটির সাইজ মাত্র ১৬৯ এমবি। তো বুঝতেই পারছো গেমটি তুমি তোমার যে কোনো ফোনেই খেলতে পারবে। গেমটির সাইজ ছোট হলেও গেমটির গ্রাফিক্স তোমাকে ভয় পেতে বাধ্য করবে। গেমটিতে অনেক ভালোভাবে হরর এনভায়রনমেন্ট তৈরি করা হয়েছে তার সাথে এর ব্যাকগ্রাউন্ড সাউন্ড ইফেক্ট তোমাকে ভয় পাওয়াবেই। গেমটির প্রটাগনিস্ট এর নাম হলো ডেভিড যে হুট করে একটি ভুতুড়ে গ্রামের মধ্যে চলে আসে। গেমটির স্টোরি সম্পর্কে বেশি স্পয়লার দিবো না, খুবি সুন্দর একটি স্টোরি লাইন আছে গেমটিতে। তাই গেমটি একবার খেলে দেখে নাও।
Pipe Head Story (পাইপ হেড স্টোরি)
এই গেমটিও একটি অফলাইন গেম। গেমটিতে তোমাকে একটি ভয়ানক মনস্টারের সাথে ফাইট করতে হবে এবং তাকে মারতে হবে, যা খুবি কঠিন। তোমাকে একটি গান দাওয়া হবে কিন্তু তবুও অনেক কঠিন হয়ে যায় মনস্টারটিকে মারা। এত কঠিন বলেই গেমটি এতটা বেশি এক্সাইটিং। তুমি নিজে না খেললে বুঝতে পারবে না কতটা জোস গেমটি। তাই এখনি একবার খেলে দেখো, গেমটি অবশ্যই তোমার ভালো লাগবে। আর হ্যাঁ গেমটির সাইজ মাত্র ১৫৪ এমবি।
Forsaken Hospital (ফর্সাকেন হসপিটাল)
এই গেমটিতে তোমাকে একটি ভুতুড়ে হসপিটাল থেকে বেঁচে বের হতে হবে। যার জন্য তোমাকে অনেকগুলো পাজল সলভ করতে হবে। গেমের মধ্যে তোমাকে গেমের মেইন প্রটাগণিস্ট রিচার্ডকে নিয়ে খেলতে হবে। যে হটাৎ নিজেকে ফর্সাকেন হসপিটালে কিডন্যাপ অবস্থায় আবিষ্কার করে। এরপর তোমাকে নিজের মাথা খাটিয়ে এই ভুতুড়ে হসপিটাল থেকে বের হওয়ার রাস্তা খুঁজতে হবে। গেমটির স্টোরি অনেক জোস একবার খেলে দেখতে পারো গেমটি। গেমটির সাইজ মাত্র ১৮২ এমবি।
Into The Coaching Class chapter 1 (ইন্টো দা কোচিং ক্লাস চ্যাপ্টার ১)
এই গেমটিও একটি অফলাইন গেম। গেমের কনসেপ্ট নাম দেখেই বুঝতে পারছো অনেকটা। গেমের ভিতর তোমাকে একটি ভুতুড়ে কোচিংএ ছেড়ে দেওয়া হবে যার থেকে তোমাকে জম্বিদের সাথে ফাইট করে বিভিন্ন পাজোল সলভ করে, অনেক হরর সিচুয়েশন পার করে তোমাকে বের হতে হবে। গেমটিতে যেই ভাবে হরর এনভায়রনমেন্ট তৈরি করা হয়েছে তাতে তুমি ভয় পেতে বাধ্য। গেমটির গ্রাফিক্স ও খুবই জোস। গেমটির সাইজ ৩৯৭ এমবি।
গেমগুলো খেলে তোমাদের কেমন লাগলো আমাদের অবশ্যই জানাবে। এরজন্য এখনি আমাদের ইনস্টাগ্রামে ফলো করে রাখতে পারো এবং ম্যাসেজ করে জানাতে পারো তোমাদের পছন্দের গেমের তালিকা।