মোবাইলের জন্য সেরা কিছু স্পাইডারম্যান গেমস | Best Spiderman Games For Android
Spider Fighter 2 (স্পাইডার ফাইটার ২)
গেমটি একটি ৩ডি গ্রাফিক্সে অ্যানিমেশন করা ওপেন ওয়ার্ল্ড গেম। যার মধ্যে তোমাকে পিটার পার্কার অর্থাৎ স্পাইডার-ম্যান এর রোল প্লে করতে হবে। গেমটির গ্রাফিক্সের কথা যদি বলি তাহলে বলা যায় খুব সুন্দর গ্রাফিক্স প্রোভাইড করে গেমটি। এছাড়া গেমের ফাইটিং মুভমেন্ট অনেক অস্থির যা তোমাকে মুগ্ধ করবেই। এর মধ্যে তুমি স্পাইডার-ম্যানের সব জনপ্রিয় ভিলেনদের দেখা পেয়ে যাবে যেমন কিং পিন, রায়নো, গবলিন আরো অনেকেই যাদের সাথে তোমার ফাইট করতে হবে। গেমটির সাইজ মাত্র ১৩০ এমবি, অর্থাৎ তুমি যে কোনো ফোনেই গেমটি খেলতে পারবে। তাই আর দেরি না করে এখনি একবার গেমটি ট্রাই করে দেখো।
Spider-Man Android Alpha (স্পাইডার-ম্যান অ্যান্ড্রয়েড আলফা)
এই গেমটি একটি ফ্যানমেড গেম। অর্থাৎ কোনো এক স্পাইডার-ম্যান ফ্যান গেমটি ডেভলপ করেছে। তবে গেমটির গেমপ্লে গ্রাফিক্স দেখে মনেই হয় না যে এইটি একটি ফ্যানমেড গেম। গেমের গ্রাফিক্স এবং এতে স্পাইডারর-ম্যানের সুইঙ্গিং স্টাইল অনেক জোস। গেমটিতে তুমি অনেকগুলো মিশনও পেয়ে যাবে। সব মিলিয়ে বলা যায় গেমটি কোনো দিক থেকেই কম নয় অন্যান্য অফিসিয়াল গেম থেকে। কিন্তু গেমটি গুগল প্লে স্টোরে নেই তাই গেমটি খেলার জন্য তোমাকে অন্য ব্যাবস্থা করতে হবে। গুগলে গেমটি নিয়ে ঘাটাঘাটি করলেই গেমটি পেয়ে যেতে পারো। আমরা আমাদের আর্টিকেলে তোমাদের সেফটির কথা চিন্তা করেই কখনো থার্ড পার্টি লিংক শেয়ার করি না গুগল প্লে স্টোর ছাড়া। ধন্যবাদ।
Spider Fighter (স্পাইডার ফাইটার)
নাম দেখেই বুঝতে পারছো এইটি স্পাইডার ফাইটার গেম সিরিজ এর ১ম গেম। গেমটিতে অন্যান্য গেমের মতো ৩ডি গ্রাফিক্স নেই। এতে রয়েছে ক্লাসিক ২ডি অ্যানিমেশন। গেমটিতে তোমাকে স্পাইডার-ম্যানের ভিলেনদের সাথে ফাইট করে করে লেভেল আপ করতে হবে। সুতরাং যারা ক্লাসিক গেমস এবং স্পাইডার-ম্যান ফ্যান আছো তাদের জন্য গেমটি অনেক স্পেশাল হতে যাচ্ছে। গেমটির সাইজ মাত্র ১১৯ এমবি।
Marvel Future Fight ( মার্ভেল ফিউচার ফাইট )
গেমটি অফিসিয়াল মার্ভেল এর সাথে কলাব করে বানানো হয়েছে। আগে গেমটির নাম ছিল মার্ভেল ফিউচার রিভলুশন। এখন নাম পরিবর্তন করা হয়েছে। এতে তুমি মার্ভেল সিনেমাটিক ইউনিভার্স থেকে শুরু করে সনি পিকচারস, এক্স ম্যান সিরিজ, এছাড়া মার্ভেল কমিক এরও অনেক হিরো ও ভিলেন পেয়ে যাবে। তাই তুমি গেমটিতে স্পাইডার- ম্যানকে নিয়েও খেলতে পারবে। গেমটিতে তুমি সব হিরো ও ভিলেনের সকল পাওয়ারও ইউজ করতে পারবে। তার সাথে আছে প্রতিটি কেরেক্টারের আলাদা আলাদা স্টোরি লাইন। তাই যারা মার্ভেল ফ্যান আছো এখনি যাও গেমটি একবার খেলে দেখো।
Spiderman Ultimate Power (স্পাইডার-ম্যান আল্টিমেট পাওয়ার)
গেমটি একটি ২ ডি অ্যানিমেশনের গেমস এবং এর কনসেপ্ট অনেকটা টেম্পল রান টাইপ এর। অর্থাৎ গেমে তোমার কাছে স্পাইডার-ম্যান এর কেরেক্টার থাকবে যা ইন্ডলেসলি দৌড়াতে থাকবে এবং অনেক বাঁধা বিপত্তি আসবে যা তোমাকে কাটিয়ে এগিয়ে যেতে হবে। গেমটি সময় কাটানোর জন্য অনেক হেল্প করবে। খুবই মজার এই গেমটি। তুমি একবার ট্রাই করে দেখতেই পারো এটি। গেমটি আপাততো গুগল প্লে স্টোরে নেই। যদি আসে আমরা সাথে সাথেই তোমাদের জানিয়ে দেবো।
এমন আরও অনেক বেস্ট গেমস পেতে চাইলে আমাদের সাথেই থাকো। আর যদি তোমাদের কোনো ক্যাটাগরীর গেমসের রিকোয়েস্ট থাকে তাহলে আমাকে অবশ্যই জানাবে। তার জন্য এখনি আমাকে ইনস্টাগ্রামে ফলো দিয়ে রাখো।