মোবাইলের জন্য সেরা ৩টি ক্রিকেট গেমস। Best 3 Cricket Games For Android
Nobita
২৮ অক্টো, ২০২৩
যেহেতু ক্রিকেট ওয়ার্লকাপ চলছে, তো সবার মাঝেই এখন ক্রিকেট-ক্রিকেট একটি আমেজ কাজ করছে। তাই আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি সেরা ৩টি ক্রিকেট গেমস। যেগুলোতে তোমার প্রিয়দল রিয়াল লাইফের খেলায় হেরে গেলেও তুমি যেনো তোমার প্রিয় দল নিয়ে গেমের ভিতর জিততে পারো। তো চলো দেখে নেই সেরা কিছু ক্রিকেট গেমস।
World Cricket Premier League (ওয়ার্ল্ড ক্রিকেট প্রিমিয়ার লীগ)
আমাদের লিস্টের প্রথম যেই গেমটি জায়গা করে নিয়েছে তার নাম হলো ওয়ার্ল্ড ক্রিকেট প্রিমিয়ার লীগ। গেমটি একটি অফলাইন সিঙ্গেল প্লেয়ার গেম। অর্থাৎ গেমটি তুমি যে কোনো সময় ইন্টারনেট ছাড়াই এনজয় করতে পারবে। গেমটিতে আছে অনেকগুলো ইন্টারন্যাশনাল ক্রিকেট টীম এবং লীগ। তাই তুমি তোমার পছন্দের টীম নিয়ে যে কোনো লীগের খেলাই খেলতে পারবে। তুমি চাইলে গেমটিতে ওয়ার্ল্ডকাপের পাশাপাশি আইপিএল ও খেলতে পারবে। গেমটির সাইজ মাত্র ৭৭এমবি। কিন্তু এত কম সাইজের মধ্যেও গেমটি অনেক সুন্দর গ্রাফিক্স প্রোভাইড করতে পারে। গুগল প্লে স্টোরে ৪ স্টার রিভিউ রয়েছে এই গেমের। সুতরাং বুঝতেই পারছো গেমটি কতটা জোস। তাই তুমি চাইলে এখনি একবার গেমটি খেলে দেখতে পারো। আশা করছি তোমার গেমটি ভালো লাগবে।
World Cricket Battle 2 (ওয়ার্ল্ড ক্রিকেট ব্যাটল ২)
এই গেমটিও খুবি মজার একটি গেম। গেমটিতে তুমি পেয়ে যাবে সব ধরনের ইন্টারন্যাশনাল ক্রিকেট প্লে স্টাইল যেমন ওয়ান ডে, টি টোয়েন্টি, টেস্ট। এছাড়া তুমি গেমটিতে আইপিএল, ওয়ার্ল্ড কাপ এর মতো লীগের খেলাও খেলতে পারবে। গেমটির গ্রাফিক্স খুবই সুন্দর। তার সাথে গেমের ক্যামেরা অ্যাঙ্গেল ব্যাটিং স্টাইল, বোলিং স্টাইল খুবি জোস। গেমটির সাইজ ৪৪৩ এমবি। সুতরাং তুমি প্রায় সব ফোনেই গেমটি এনজয় করতে পারবে। গেমটি গুগল প্লে স্টোর থেকে ১০ মিলিয়নেরও বেশি বার ডাউনলোড করা হয়েছে। সুতরাং বুঝতেই পারছো গেমটি কতটা জনপ্রিয়। তাই এখনি গেমটি একবার খেলে দেখো।
Chennai Super King Battel of Chepauk 2 (চেন্নাই সুপার কিং ব্যাটল অফ চেপক ২)
গেমটি তৈরি করেছে চেন্নাই সুপার কিং ফ্যানরা। অর্থাৎ গেমটি একটি ফ্যানমেড গেমস। কিন্তু গেমটি খুবি চমৎকার একটি গেম। এতে তুমি চেন্নাই সুপার কিং টিম নিয়ে আইপিএল খেলতে পারবে। সিএসকে টিম এর সব প্লেয়ার পেয়ে যাবে এতে। এছাড়া তুমি প্রতিটি প্লেয়ারের রিয়াল লাইফ এচিভমেন্টও দেখতে পারবে। তুমি তোমার পছন্দের প্লেয়ারদের নিয়ে টিম বানিয়ে গেমটি খেলতে পারবে। শুধু তাই নয় গেমটিতে তুমি মাল্টিপ্লেয়ার মোডও পেয়ে যাবে, অর্থাৎ তুমি তোমার বন্ধুদের সাথেও গেমটি একসাথে খেলতে পারবে। তাই এখনি গেমটি খেলে ফেলো এবং তোমার বন্ধুদের সাথে গেমটি এনজয় করো। গেমটি ফ্যান মেড গেম তাই গুগল প্লে স্টোরে নেই কিন্তু তুমি অনলাইনে একটু খুঁজলেই গেমটি পেয়ে যাবে। আমরা গুগল প্লে স্টোর ছাড়া কোনো থার্ড পার্টি লিংক আমাদের আর্টিকেলে শেয়ার করি না।
আশা করি আজকের গেম গুলো তোমাদের ভালো লাগবে। যদি কোনো প্রবলেম হয় গেমগুলো খেলতে অথবা কোনো নতুন গেমসের কথা আমাদের জানাতে চাও তাহলে আমাদের ইনস্টাগ্রামে ফলো করে ম্যাসেজ করতে পারো। আবার আসবো নতুন কোনো গেমসের লিস্ট নিয়ে সবাই ভালো থাকো এবং চাইলে নিচের ভিডিও থেকে গেমগুলোর গেমপ্লে দেখে নিতে পারো। ধন্যবাদ সবাইকে।