সেরা ৫টি অফলাইন গেমস | Top 5 OFFLINE Games Android - Oct 2023
আমরা সবাই আমাদের অবসর সময়ে গেম খেলতে পছন্দ করি। অন্তত যারা যারা এই পোস্টটি পড়তে এসেছো তাদের মধ্যে ৯০% লোকই রয়েছো যারা কিনা অবসর সময়ে গেম খেলতে পছন্দ করে, কিংবা ধরো কোথাও বসে আছো কোন কাজ নেই নিরিবিলি একা একা একটি জায়গায় বসে থাকতে তো সবসময় ভালো লাগেনা তাই না? তাই মাঝেমধ্যে টাইম পাস করার জন্য কিছু গেম খেলা দরকার। এদিকে সব জায়গায় তো আর ইন্টারনেট কানেকশন থাকে না কিংবা থাকলেও নেট কানেকশন খুবই স্লো হয়, এমন অবস্থায় করণীয় কি? খুবই সিম্পল তোমরা অফলাইন গেমগুলো খেলতে পারো। কি ভাবছো? কোন অফলাইন গেম গুলো তোমরা খেলবে? টেনশনের কোনো কারণ নেই আমি তো আছি। আমি আজকের এই পোস্টে তোমাদের সাথে কিছু ইন্টারেস্টিং অফলাইন গেম শেয়ার করবো যেগুলো তোমরা যেকোনো জায়গায় খেলতে পারবে নেট কানেকশন ছাড়াই এবং খুবই সুন্দর একটা বিনোদন এবং টাইম পাসের ব্যবস্থা হয়ে যাবে তোমাদের।
আর হ্যাঁ তোমরা কিন্তু পু্রো পোষ্টটি পড়বে, এটা তোমাদের কাছে আমার একটি রিকুয়েস্ট বলতে পারো। কারন পোষ্টের মাঝখানে আমি এমন একটি গেম রেখেছি যেই গেমটি তোমাদেরকে মোবাইলের মধ্যে জিটিএ ভাইস সিটির মতো ফিল এনে দেবে। আর আমি জানি তোমরা জিটিএ ভাইস সিটি টাইপের গেম গুলো খুব পছন্দ করো বিশেষ করে যারা যারা আমার ইউটিউব চ্যানেল থেকে এখানে এসেছ তারা তুলনামূলক জিটিএ টাইপের গেম গুলো একটু বেশি পছন্দ করো এটা আমি জানি। তো আর বেশি কিছু লিখতে চাই না, সরাসরি দেখে নেই গেমগুলো।
OWRC: Open World Racing Cars (ওপেন ওয়ার্ল্ড রেসিং কার্স)
বোঝাই যাচ্ছে যে এই গেমটি একটি ওপেন ওয়ার্ড কার রেসিং টাইপের গেম কারণ নামের সাথে কিন্তু গেমের মিল রয়েছে। এই গেমটি তোমাদেরকে একদম রিয়ালিস্টিক কার ড্রাইভিং এর অনুভুতি দিতে যাচ্ছে আর পাশাপাশি ওপেন ওয়ার্ল্ড এরিয়া তোমাকে অনেক বেশি মনোরঞ্জিত করবে। এখানে একটি ১০x১০ বর্গকিলোমিটারের ম্যাপ পেয়ে যাবে যেখানে তোমাকে কার নিয়ে ড্রাইভিং করতে হবে, পাশাপাশি রেসিং-ও করতে পারো। একদম পিসি কোয়ালিটির গ্রাফিকের সাথে গেমটি তোমাকে বিভিন্ন চ্যালেঞ্জিং মিশন্স প্রোভাইড করবে। মিশনগুলো খেলার পাশাপাশি তোমরা এই গেমের বিভিন্ন ইভেন্টে জয়েন করতে পারবে। ইভেন্টে জয়েন করে এই গেমটির আসল মজাটা তোমরা উপভোগ করতে পারবে। পাশাপাশি এই গেমটির মধ্যে অনেকগুলো কারের কালেকশন রয়েছে যেটা তোমরা খেললেই বুঝতে পারবে। তাই আর দেরি কিসের? এখনই নিজের কার ড্রাইভিং স্কিল দেখাও এই গেমটি খেলে। গেমটি তোমরা গুগল প্লে স্টোরে পেয়ে যাবে যেখান থেকে এই গেমটি ৫ লাখেরও বেশি বার ডাউনলোড হয়েছে এবং এই গেমটির সাইজ হচ্ছে মাত্র ৫৯৬ এমবি।
Auto Life I Grau Edition (অটোলাইফ গ্রাউ এডিশন)
এই গেমটি খেলে তোমরা ব্রাজিলের ব্যস্ত রাস্তাগুলো এক্সপ্লোর করতে পারবে। গেমটি সম্পূর্ণভাবে ব্রাজিলিয়ান পরিবেশ এবং দেশটির রাস্তাঘাট এসব নিয়েই বানানো হয়েছে। গেমের গ্রাফিক কোয়ালিটি যদিও খুব একটা ভালো নয় কিন্তু তারপরও মোবাইল গেম হিসেবে কিন্তু খুবই চমৎকার একটি গেম। আর গেমের সাইজ খুব একটা বেশি নয়। গেমটির সাইজ ৩১৮ এমবি যেটি তোমরা গুগল প্লে স্টোরের মধ্যে পেয়ে যাবে। তোমাদের সুবিধার জন্য গেমটি তোমরা নিচের সবুজ বাটনটিতে ক্লিক করে গুগল প্লে স্টোর থেকে নামিয়ে নিতে পারো। বিভিন্ন এক্সাইটিং মিশন্স এবং টাস্ক রয়েছে গেম এর মধ্যে যেগুলো খেললে তোমাদের আসলেই অনেক ভালো লাগবে বলে আমি আশাবাদী। গেমটি এখন পর্যন্ত গুগল প্লে স্টোর থেকে এক লক্ষ বারেরও বেশি বার ডাউনলোড হয়েছে। গেমে সব আমেজিং টাইপের চ্যালেঞ্জ রয়েছে। বিভিন্ন জবস রয়েছে যেমনঃ বাস চালানোর জব, ট্রাক চালানোর জব এছাড়া আরো অনেক কিছু। জব গুলো কমপ্লিট করো এবং জিতে নাও তোমার রিওয়ার্ড।
Angkot d Game (আঙ্গড ডি গেম)
এই গেমটি বর্তমানে গুগল প্লে স্টোরে অ্যাভেলেবল আছে। দশ লক্ষ বারেরও বেশি বার ডাউনলোড হওয়া এই গেমটির সাইজ মাত্র ৪৭ এমবি। এমবির সাইজের তুলনায় যদি গেমটির গ্রাফিকের কথা বিবেচনা করি তাহলে বলবো গ্রাফিক কোয়ালিটি যথেষ্ট ভালো রয়েছে। তবে গেমটির মধ্যে কিছু বাগস রয়েছে তার মধ্যে অন্যতম হলো গেমটি খেলতে-খেলতে একটি মিশন যখন কমপ্লিট করে ফেলবে তখন হঠাৎ করে তোমার ফোন ফ্রিজ হয়ে যেতে পারে। এটি হয়তোবা ডিভাইস প্রবলেম হতে পারে, কিন্তু একটি গেম অবশ্যই সব ধরনের ডিভাইসে খেলার জন্য অপটিমাইজড হওয়া উচিত। আশা করছি এই গেমের ডেভলপাররা খুব তাড়াতাড়ি গেমটি সকল ধরনের ফোনে খেলার মত অপটিমাইজ করে ফেলবেন এবং বাগস-গ্লিচগুলো সম্পর্কে পদক্ষেপ নিবেন।
Grand Thief Operations - GTO (গ্রান্ড থেফট অপারেশন্স)
তোমরা শুনে হয়তোবা খুশি হবে যে এটাই সেই গেম যে গেমটি মূলত জিটিএ ভাইস সিটির মতো। এই গেমের মধ্যে একটি ওপেন ওয়ার্ল্ড এরিয়া পেয়ে যাবে। যদিও ম্যাপটা জিটিএ ভাইটির মতো না একদমই। কিন্তু তাতে কি? গেমের কনসেপ্ট একদম জিটিএ টাইপের গেমগুলোর মতই। সুতরাং বলতে পারো তোমরা ফোনের মধ্যেই জিটিএ ভাইস সিটি গেম খেলছো। গেমের ওপেন ওয়ার্ল্ড ম্যাপটি তোমাদেরকে বিশেষ ধরনের গেমিং ফিল দেবে সেইসাথে গ্রাফিক কোয়ালিটিও কিন্তু বেশ চমৎকার। বিভিন্ন ধরনের ফাইয়ার-আর্মস রয়েছে এই গেমের মধ্যে। বিভিন্ন বন্দুক তোমরা গেমের মধ্যে ব্যবহার করতে পারবে। গেমটি যদিও গুগল প্লে স্টোর থেকে মাত্র দশ হাজার বারের উপরে ডাউনলোড হয়েছে সুতরাং বলাই চলে এটি একটি আন্ডারেটেড গেম। তাই আমি আশা করবো তোমরা এই গেমটি একবার খেলে দেখবে। এই গেমটির বর্তমান সাইজ ৪৩৪ এমবি।
Russian Car Driver ZIL 130 (রাশিয়ান কার ড্রাইভার জিল ১৩০)
এই গেমের মধ্যেও অনেক এক্সাইটিং মিশন এবং সেই সাথে ইভেন্টস রয়েছে। নাম দেখেই বুঝতে পারছো যে গেমটি একটি রাশিয়ান গেম। গেম-এর মধ্যে তোমাকে বিভিন্ন টাইপের জব করে নিজের ক্যারিয়ার ডেভেলপ করতে হবে। অনেক রিয়ালিস্টিক গ্রাফিক্স কোয়ালিটির সাথে-সাথে গেমটি তোমাকে বিভিন্ন ধরনের ওয়েদার প্রোভাইড করবে, যেমন গ্রীষ্মকাল, বর্ষাকাল, দিন এবং রাতের সিন ইত্যাদি। এই গেমের মিশন গুলা কিন্তু এত বেশি সহজ নয়। অনেক বাধা-বিপত্তি পেরিয়ে এইগেমের মিশনগুলো তোমাকে কমপ্লিট করতে হবে। গেমটি এত বেশি জনপ্রিয় যে এখন পর্যন্ত গুগল প্লে স্টোর থেকে এক কোটি বারেরও বেশি বার ডাউনলোড হয়েছে। গেমের সাইজ মাত্র ৮২ এম্বি। সে তুলনায় গেমটির গ্রাফিক কোয়ালিটিও কিন্তু চমৎকার। তাই আর দেরি কিসের এখনই গেমটি চাইলে একবার খেলে দেখতে পারো।
তো এরই মধ্যে আমরা আমাদের এই পোষ্টের একদম শেষ প্রান্তে পৌঁছে গিয়েছি। গেমগুলো খেলতে যদি তোমাদের কোন প্রবলেম হয় তাহলে কিন্তু আমাকে ইন্সটাগ্রামে ফলো করে একটা মেসেজ পাঠিয়ে তোমার সমস্যাগুলো শেয়ার করতে পারো। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব তোমাদেরকে সাহায্য করার। আর আজকের এই পোস্টে দেখানো গেমগুলো তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু আমাকে চাইলে তোমরা মেসেজ করে জানাতে পারো। এরকম আরো আমেজিং এবং এক্সাইটিং গেম পেতে আমাদের সাথেই থাকো, ধন্যবাদ।