মোবাইলের সেরা ৫ টি অফরোড গেমস | Best OFF-ROAD Games For Android Devices - Oct 2023
প্রথমবারের মতো তোমাদের জন্য নিয়ে এলাম কিছু অফরোড গেমের কালেকশন। জি হ্যাঁ, এখন পর্যন্ত এই ওয়েবসাইটে কখনোই অফরোড গেম নিয়ে পোস্ট লেখা হয়নি। আমার ইউটিউব চ্যানেলে তোমরা অনেকেই রিকুয়েস্ট করেছো যেন অফলোড গেম নিয়ে আমি ভিডিও বানাই, তাই তোমরা চাইলে ইউটিউবে গিয়ে আমার বানানো অফরোড গেম এর ভিডিওটি দেখে আসতে পারো। পাশাপাশি এই আর্টিকেল এর মধ্যেও আমি তোমাদেরকে শেয়ার করতে যাচ্ছি পাঁচটি বেস্ট অফরোড গেম যেগুলো তোমাদের মনকে উৎফুল্লিত করবে।
আজকের এই পোষ্টের মধ্যে যেসব অফরোড গেম আমি তোমাদেরকে শেয়ার করবো সেগুলো তোমরা তোমাদের অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে খেলতে পারবে। সেই সাথে গেমগুলোর মধ্যে কিছু গেম থাকবে যেগুলো অনেকটা ওপেন ওয়ার্ল্ড গেমও হবে। আমি বলব যারা যারা অফরোডে ভেহিকেল রাইডিং করতে পছন্দ করো কিংবা গাড়ি ড্রাইভ করতে ভালোবাসো তাদের অবশ্যই এই গেম গুলো একবার ট্রাই করে দেখা উচিত। তাই আর দেরি করবো না চলো দেখে নেই আজকের এই পোষ্টের সেরা ৫ টি অফ রোড গেম কোনগুলো।
OTR - Offroad Car Driving Game (অফ দা রোড)
অফরোডারদেরকে স্বাগত জানাচ্ছি একটি নতুন ওপেন ওয়ার্ল্ড আফরোড গেমে। জি এই গেমটা শুধুমাত্র অফরোড গেম নয় পাশাপাশি এটি একটি ওপেন ওয়ার্ল্ড ক্যাটাগরির গেমও। এই গেমের মধ্যে তুমি চাইলে নিজের ইচ্ছে মতো অফরোডিং করে গাড়ি নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে পারবে। এই গেমে রিয়েলস্টিক সিমুলেশন, হাই কোয়ালিটির ফিজিক্স এমনকি কার ড্যামেজের দৃশ্যও রিয়েলস্টিক ভাবে উপস্থাপন করা হয়েছে। গেমের মধ্যে থাকছে মাল্টিপ্লেয়ার মোড যেখানে তুমি রিয়াল প্লেয়ারদের বিপক্ষে অফরোড রেসিং করতে পারবে। বিভিন্ন চ্যালেঞ্জিং অফ রোড ম্যাপ তো থাকছেই। এই গেমের মধ্যে টোটাল ৪৮ টি অফরোড ভেহিকেল রয়েছে যেগুলো তোমাকে আনলক করে চালাতে হবে। ডায়নামিক Day এবং Night-ও উপভোগ করতে পারবে এই গেমের মধ্যে। গেমটি এখন পর্যন্ত গুগল প্লেস্টোর থেকে পাঁচ কোটি বারেরও বেশি ডাউনলোড হয়েছে সুতরাং এটি অনেক জনপ্রিয় একটি অফরোড গেম, পাশাপাশি গেমটির সাইজ হচ্ছে মাত্র ৪৬৪ এমবি সুতরাং আমি মনে করি অবশ্যই এই গেমটি একবার তোমরা ফোনে ট্রাই করে দেখতে পারো।
Rush Rally 3 (রাশ র্যালি ৩)
রাশ র্যালি ৩ একটি রিয়েলস্টিক সিমুলেশন টাইপের গেম। অত্যন্ত হাইগ্রাফিক সম্পন্ন এই গেমটির সাইজ মাত্র ১৬২ এমবি। যেটি তোমরা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারবে কিংবা সরাসরি নিচের "গেমটি খেলুন" বাটনে ক্লিক করে গুগল প্লে স্টোরে চলে যেতে পারো এবং সেখান থেকে তোমাদের ফোনে এই গেমটি নামিয়ে নিতে পারো। গেমটি এখন পর্যন্ত গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড হয়েছে এক লক্ষ বারেরও বেশি। যদিও এই গেমটি রিলিজ হয়েছে ২০১৯ সালে আর আমার মতে এটি একটি আন্ডারেটেড গেম, তাই আমি মনে করি এই গেমটি আমাদের সবার খেলে দেখা উচিত। আশা করছি এই গেমটি তোমাদের সকলের ভালো লাগবে। গেমটি সম্পর্কে আরো একটু বিস্তারিত আলোচনা করা যাক, গেমে চাইলে তুমি তোমার নিজের গ্যারেজ রেডি করতে পারবে। সেখান থেকে তুমি তোমার কার কাস্টমার করতে পারবে, পাশাপাশি মাল্টিপ্লেয়ার মোড তো থাকছেই এই গেমের মধ্যে সুতরাং চাইলে রেসিং-ও করতে পারো রিয়েল প্লেয়ারদের বিপক্ষে। গেমের মধ্যে প্রতি সপ্তাহে বিভিন্ন লাইভ ইভেন্টও আসে যেগুলোতে তোমরা অংশগ্রহণ করে বিভিন্ন রিওয়ার্ডসও কালেক্ট করতে পারো।
Off Road 4x4 Driving Simulator (অফরোড ৪x৪ ড্রাইভিং সিমুলেটর)
খুবই আসক্তিকর একটি রিয়েলস্টিক কার রেসিং সিমুলেটর গেম এটি। এই গেমটি খেললে হয়তো-বা এই গেমের প্রতি তোমার নেশা লেগে যেতে পারে তাই আমি মনে করি গেমটি লিমিটেশনের মধ্যে খেলাই ভালো কারণ অতিরিক্ত গেমিং আমি কখনোই সাপোর্ট করিনা। এই গেমটি তোমাদের কে অত্যন্ত রিয়েল স্টিক গ্রাফিক্স কোয়ালিটির সাথে সাথে অনেক হাই কোয়ালিটির এনভায়রনমেন্ট সাউন্ড প্রোভাইড করবে, যেটি তোমাদেরকে মনে করায় করিয়ে দেবে যে তুমি রিয়েল লাইফেই অফরোডিং করছো। ৪x৪ অফরোড রেসিং এর সুযোগ পেয়ে যাবে এই গেমের মধ্যে। গেমটি এখন পর্যন্ত এক কোটি বারেরও বেশি ডাউনলোড হয়েছে গুগল প্লে স্টোর থেকে সুতরাং বলাই যায় এটি বর্তমান সময়কার একটি জনপ্রিয় অফরোড গেম। গেমটি ২০২১ সালে রিলিজ হয় এবং বর্তমানে গেমটির সাইজ হচ্ছে ৩৯৩ এমবি। গেমটির গেম প্লে এবং গ্রাফিক কোয়ালিটি সম্পর্কে ধারণা নিতে চাইলে গেমটি তোমরা খেলে দেখতে পারো কিংবা আমার ইউটিউব ভিডিওতে এই গেমটির গেমপ্লে এক নজর দেখে আসতে পারো। ইউটিউব ভিডিওটি এই পোস্টের নিচের মধ্যে আমি শেয়ার করে দেবো।
Trucks Off Road (ট্রাক্স অফরোড)
একদম কনসোল কোয়ালিটির গ্রাফিক সম্পন্ন একটি মোবাইল গেম এটি। এখানে প্রথমে তোমাকে একটি ট্রাক সিলেক্ট করতে হবে। তারপর সেই ট্রাকটিকে তোমরা তোমাদের মনের ইচ্ছা মত মাধুরী মিশিয়ে কাস্টমাইজ করতে পারবে। কাস্টমাইজেশন শেষ হলে ট্রাক নিয়ে ঝাঁপিয়ে পরো অফরোডিং-এর দুনিয়ায়। গেমের মধ্যে বিভিন্ন মোডস রয়েছে যেমন ক্যারিয়ার মোড, ড্রাগ রেসিং মোড, ফ্রিস্টাইল মোড এছাড়াও আরো অনেক কিছু। অত্যন্ত হাই গ্রাফিক্স সম্পূর্ণ এই গেমটির বর্তমানে ডাউনলোড সাইজ ৬৪০ এমবি, সুতরাং এই গেমটি খেলার জন্য তোমার কাছে একটি মিডরেঞ্জের ডিভাইস থাকতে হবে। গেমটির জনপ্রিয়তা তোমরা নিজেরাই বুঝে নাও কারণ এখন পর্যন্ত এক কোটি বারেরও বেশি এই গেমটা ডাউনলোড হয়েছে গুগল প্লে স্টোর থেকে তাই আর দেরি না করে গেমটি চাইলে একবার খেলে দেখতে পারো।
MudRunner (মাডরানার)
দেখতে দেখতে আজকের পোস্টের সর্বশেষ গেম এর মধ্যে চলে এলাম যেই গেমটির নাম হলো মাডরানার। গেমটি অত্যন্ত হাইগ্রাফিক সম্পন্ন হলেও এই গেমটি সম্পর্কে কিন্তু অনেকেই জানে না, যার কারণে গুগল প্লে স্টোর থেকে এই গেমের ডাউনলোড সংখ্যা মাত্র ৫০ হাজার+ সুতরাং আমি অবশ্যই বলবো গেমটি তোমরা খেলে দেখতে পারো। আমার কাছে পার্সোনালি এই গেমটি অনেক ভালো লেগেছে। যদিও এই গেমটির মার্কেটিং খুব একটা বেশি করা হয়নি যার কারণে গেমটির ডাউনলোড সংখ্যা খুবই কম। গেমটির বর্তমান সাইজ ৬১১ এমবি যেটি তোমরা নিচের "গেমটি খেলুন" বাটনে ক্লিক করে গুগল প্লে স্টোর থেকে তোমাদের ফোনের মধ্যে নামিয়ে নিতে পারবে। ওপেন ওয়ার্ল্ড ম্যাপ থাকবে যেগুলো তোমরা এই গেমের মধ্যে এক্সপ্লোর করতে পারবে। ১৬টি আমেজিং অফরোডিং ভেহিকেল থাকবে গেমে। তোমার যদি 4gb র্যামের উপরে একটি ফোন থাকে তাহলে এই গেমটি তোমরা অবশ্যই খেলে দেখতে পারো, আশা করছি খুবই স্মুথলি তোমাদের অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে এই গেমটি চলবে।
তো আজকের মত এ পর্যন্তই, আমি আবারও বলছি গেমিং জিনিসটাকে বিনোদন হিসেবে নেওয়া উচিত। অতিরিক্ত গেমিং আমাদের শরীর-স্বাস্থ্য এবং ক্যারিয়ার কোনোটির জন্যই ভালো নয় তাই আমি সবাইকে অনুরোধ করব লিমিটেশনের মধ্যে গেম খেলার। গেমকে শুধুমাত্র বিনোদনের মাধ্যম হিসাবেই দেখা উচিত আমাদের, তাই অতিরিক্ত গেমখেলা থেকে আমরা সবাই বিরত থাকি। সবাইকে আসসালামু আলাইকুম জানিয়ে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।