সেরা বাস সিমুলেটর গেমস | Top 5 Bus Simulator Games (Indian/Bangladeshi)





কি খবর সবার? আশা করি ভালো আছো সবাই। তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি কিছু বাস সিমুলেটর গেম যেগুলো মূলত বাংলাদেশি এবং ইন্ডিয়ান ডেভোলোপারদের দ্বারা তৈরি। সুতরাং বুঝতেই পারছো আজকের গেমগুলো কতোটা স্পেশাল হতে যাচ্ছে। তো চলো দেখে নেই কিছু সেরা বাস সিমুলেটর গেম। 

Indian Sleeper Bus Simulator (ইন্ডিয়ান স্লিপার বাস সিমুলেটর)

গেমটি একটি অফলাইন গেম। অর্থাৎ গেমটি তুমি ইন্টারনেট কানেকশন ছাড়াই খেলতে পারবে। গেমটির সাইজ মাত্র ২৩ এমবি, সাথে ইনগেম কিছু ফাইলও ডাউনলোড করতে হবে। সব মিলিয়ে গেমটি অনেক ছোট সাইজ এর। তাই তুমি তোমার যে কোনো ফোনেই গেমটি খেলতে পারবে। গেমটিতে আছে বিশাল একটি ওপেন ওয়ার্ল্ড ম্যাপ, তাই তুমি অনেক স্পেস পাচ্ছো এক্সপ্লোরের জন্য। গেমটির থিম অন্যান্য বাস সিমুলেটর গেমের মতোই। অর্থাৎ তোমাকে একটি জায়গা থেকে অন্য জায়গায় যাত্রী নিয়ে যেতে হবে। এছাড়া তেমন কোনো এক্সট্রা মিসন নেই গেমটিতে। গুগল প্লে স্টোরে গেমটির ডাউনলোড সংখ্যা ১০০০০০০ এরো বেশি। তাই বুঝতেই পারছো গেমটি অনেক জনপ্রিয়তা লাভ করেছে। তাই তুমিও চাইলে এখনি গেমটি একবার খেলে দেখতে পারো।


Bus Simulator Bangladesh (বাস সিমুলেটর বাংলাদেশ)

এই গেমটি সম্পর্কে আমার মনে হয় সবাই কিছু না কিছু জানো, অন্তত একবার হলেও শুনেছো গেমটির কথা। কারণ গেমটি একটি বাংলাদেশী বাস সিমুলেটর গেম। এতে রয়েছে বাংলাদেশী ম্যাপ, যা অনেক বড়। তার সাথ আছে বাংলাদেশের সব লোকাল যানবাহন যেমন সিএনজি, অটো, ট্রাক, ইত্যাদি। গেমটির এনভায়রনমেন্ট এমন ভাবে তৈরি করা হয়েছে যে খেলার সময় তোমার মনে হবে তুমি বাংলাদেশের রাস্তায় বাস ড্রাইভ করছো। আর এই কারণে গেমটি অনেক জনপ্রিয় হয়ে উঠেছে সবার মাঝে। গেমটির সাইজ মাত্র ৪৮২ এমবি। সুতরাং গেমটি তোমার যে কোনো ফোনে খেলতে পারবে কোনো প্রকার সমস্যা ছাড়াই। তবে আমি সাজেস্ট করবো ৩/৪ জিবি র‍্যামের উপরে যেসব ফোন রয়েছে সেগুলোতে গেমটি খেলে বেশি মজা পাবে। 


India Bus Simulator ( ইন্ডিয়া বাস সিমুলেটর )

এই গেমটিতে রয়েছে পুরো ওপেন ওয়ার্ল্ড ইন্ডিয়ার ম্যাপ। যার মধ্যে তুমি বাস চালাতে পারবে । রয়েছে অনেক গুলো চেনা পরিচিত সিটি যেমন দিল্লি, মুম্বাই,কলকাতা,লাখনাও ইত্যাদি। গেমটি খেলার সময় তোমার কাছে মনে হবে তুমি ইন্ডিয়ার রাস্তায় বাস ড্রাইভ করছো। গেমটির সাইজ মাত্র ১৯৮ এমবি। তো  বুঝতেই পারছো গেমটি তুমি চাইলে সব ধরনের ফোনেই খেলতে পারবে।  তাই আর দেরি না করে একবার খেলে দেখে নাও কেমন লাগে গেমটি।


Indian Bus Simulator ( ইন্ডিয়ান বাস সিমুলেটর )

এই গেমটি একটি অফলাইন গেম। গেমটির সাইজ মাত্র ১২৯ এমবি। গেমটির সাইজ হিসাবে বিবেচনা করলে গেমটি এত কম সাইজ এর মধ্যেও অনেক ভালো গ্রাফিক্স প্রোভাইড করে। গেমটিতে তোমাকে অনেক গুলো মিশন কমপ্লিট করতে হবে , যার দ্বারা বিভিন্ন প্রকার বাস আনলক করতে পারবে। গেমের কনসেপ্ট অনেক অনেক সিম্পল, অন্যান্য বাস সিমুলেটর গেমের মতোই। তো আর বেশি কিছু বলবো না তুমি চাইলে গেমটি একবার খেলে দেখতে পারো। 


Bus Simulator Indonesia ( বাস সিমুলেটর ইন্দোনেশিয়া )

সিমুলেটর গেম লাভারদের মধ্যে এই গেমটি অনেক বেশি জনপ্রিয়। গেমটির গ্রাফিক্স থেকে শুরু করে সবকিছু তোমাকে মোবাইলের মধ্যে পিসি গেমের এক্সপেরিয়েন্স দিবে। এর মধ্যে তুমি গাড়ির স্কিন থেকে শুরু করে ম্যাপ পর্যন্ত সব কিছু কাস্টোমাইজ করতে পারবে। এছাড়া গেমটি তুমি অফলাইন-অনলাইন এবং মাল্টিপ্লেয়ার সব মোডেই খেলতে পারবে। গেমটির সাইজ মাত্র ৪৭০ এমবি ।



তো অনেকগুলো বাস গেম সম্পর্কে তোমাদেরকে জানিয়ে দিলাম। আজ না হয় এ পর্যন্তই থাক। নতুন নতুন আরো অনেক জোস গেম পেতে আমাদের সাথেই থাকো, আর গেমগুলো খেলতে গিয়ে যদি তোমরা কোন প্রবলেম ফেস করো তাহলে অবশ্যই আমাকে ইন্সটাগ্রামে ফলো করে মেসেজ করতে পারো। আমি চেষ্টা করবো তোমাদেরকে গেমিং রিলেটেড বিভিন্ন হেল্প করার। সবাইকে আসসালামু আলাইকুম জানিয়ে বিদায় নিচ্ছি খোদা হাফেজ।




Next Post Previous Post
No Comment
Add Comment
comment url