সেরা ৫টি ক্রিকেট গেমস | Top 5 Best Cricket Games For Android - Oct 2023
ক্রিকেট লাভারদের জন্য এই পোস্টটি অনেক স্পেশাল হতে যাচ্ছে কারণ এই আর্টিকেলের মধ্যে আমি তোমাদের সাথে শেয়ার করবো আমেজিং কিছু ক্রিকেট গেম, যেগুলো তোমরা তোমাদের অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে খেলতে পারবে। প্রতিটি গেমই গুগল প্লে স্টোরে রয়েছে তোমাদের সুবিধার জন্য নিচের সবুজ বাটনে ক্লিক করে তোমরা সবকটা গেম তোমাদের ফোনে নামিয়ে নিতে পারবে প্লে স্টোর থেকে।
বর্তমানে যেহেতু বিশ্বকাপ ক্রিকেট চলছে তাই এখন কম বেশি সবারই মন চাচ্ছে একটু ক্রিকেট গেম খেলতে। কিন্তু কোন ক্রিকেট গেমটি খেলা উচিত কিংবা কোন গেমটি সেরা সেটা তো আর সবাই জানিনা তাই না? চিন্তার কোন কারণ নেই আমি তো আছি। আমি তোমাদের সাথে শেয়ার করব আমার নিজের খেলা কিছু এক্সাইটিং ক্রিকেট গেম যেগুলো আমার পার্সোনাল ফেভারিট এবং আশা করছি এই গেমগুলো তোমাদের ভালো লাগবেই তাই আর দেরি না করে চলো শুরু করা যাক।
Sachin Saga Pro Cricket (শচিন সাগা প্রো ক্রিকেট)
প্রস্তুত হয়ে যাও একটি অসাধারণ ক্রিকেট গেম খেলার জন্য। গেমটির মধ্যে বিভিন্ন রকম আমেজিং মোড রয়েছে যেমন ক্যারিয়ার মোড, মাল্টিপ্লেয়ার মোড, টুর্নামেন্ট মোড ইত্যাদি। আরো একটি অস্থির বিষয় কি জানো? এই গেমের মধ্যে তুমি তোমার ড্রিম টিম তৈরি করে সেটিকে নিয়ে খেলতে পারবে। ম্যাচ জিতে তোমাকে বিভিন্ন রিওয়ার্ড কালেক্ট করতে হবে এবং সেগুলো দিয়ে তুমি নতুন-নতুন প্লেয়ার যোগ করতে পারবে টিমের মধ্যে। এই গেমের মধ্যে যে ক্যারিয়ার মোডটা রয়েছে সেই মোডে শচীন টেন্ডুলকারের সমস্ত ক্যারিয়ার তুলে ধরা হয়েছে। ক্যারিয়ার মোডের মধ্যে তিনটা ফেজ রয়েছেঃ বয় ওন্ডার, মাস্টার ব্লাস্টার এবং লেজেন্ড ইরা। যারা শচীন টেন্ডুলকারকে পছন্দ করো তারা অবশ্যই এই গেমটি ক্যারিয়ার মোডে খেলে দেখতে পারো, আশা করছি তোমাদের অবশ্যই ভালো লাগবে। গেমটির বর্তমান সাইজ হলো ৯৯৪ এমবি, এখন পর্যন্ত এই গেমটি গুগল প্লে স্টোর থেকে ১০ লক্ষেরও বেশিবার ডাউনলোড হয়েছে।
Dream Cricket 2024 (ড্রীম ক্রিকেট ২০২৪)
থ্রিডি এবং অত্যন্ত হাইগ্রাফিক সম্পন্ন এই গেমটির সাইজ ৫৫৫ এমবি মাত্র। সময়ের সাথে-সাথে আপডেট আসার পর গেমের সাইজের কিছুটা পরিবর্তন হতে পারে। গেমটি যে এখন পর্যন্ত যে খুব বেশি জনপ্রিয়তা লাভ করেছে তা কিন্তু নয়। তবে যেহেতু এটি ২০২৪ সালের জন্য রিলিজ করা হয়েছে আর ২৪ সাল আসার আগেই এক লক্ষেরও বেশি বার ডাউনলোড হয়েছে গুগল প্লে স্টোর থেকে সুতরাং আমি আশা করছি এই গেমটি খুব তাড়াতাড়ি আরো অনেক বেশি জনপ্রিয় হয়ে উঠবে ২০২৪ সালের মধ্যেই। আগের গেমটির মত এই গেমের মধ্যেও তুমি একদম রিয়াল প্লেয়ার যোগ করতে পারবে তোমার ড্রিম টিমের মধ্যে যেমন ক্রিস গেইল, রশিদ খান, শোয়েব আক্তার, ব্রেটলি ইত্যাদি। গেমের মধ্যে তুমি ব্যাটিং, বোলিং এবং সেই সাথে মাল্টিপ্লেয়ার মোডেরও মজা নিতে পারবে। পার্সোনালি আমার এই গেমটি খুব ভালো লেগেছে তাই আমি রেকমেন্ড করছি তোমরা গুগল প্লে স্টোর থেকে এই গেমটি নামিয়ে খেলতে পারো।
World Cricket Championship 3 (ওয়ার্ল্ড ক্রিকেট চ্যাম্পিয়নশীপ ৩)
অত্যন্ত জনপ্রিয় এই ক্রিকেট গেমটি বর্তমানে গুগল প্লে স্টোর থেকে এক কোটি বারেরও বেশি বার ডাউনলোড হয়েছে। গেমটির সাইজ ৮০৬ এমবি মাত্র। যারা-যারা ক্রিকেট লাভার আছো এবং এন্ড্রয়েড ফোনের মধ্যে গেমিং করো আমার মনে হয় তারা সবাই এই গেমটির নাম একবার হলেও শুনেছো। ওয়ার্ল্ড ক্রিকেট চ্যাম্পিয়নশিপের বিভিন্ন পার্ট রয়েছে আর এটি হচ্ছে ওয়ার্ল্ড ক্রিকেট চ্যাম্পিয়নশিপের তিন নম্বর পার্ট। এই গেমের মধ্যেও তুমি তোমার ড্রিম টিম তৈরি করতে পারবে, অল স্টার টিম তৈরি করতে পারবে, ন্যাশনাল প্রিমিয়ার লিগ খেলতে পারবে এছাড়াও আরো অনেক কিছু। তাই ক্রিকেট লাভাররা আর দেরি না করে এই গেমটি একবার ট্রাই করে দেখতে পারো এবং নিজের ক্রিকেট গেমিং স্কিল বাড়াতে পারো।
Sachin Saga Cricket Champions (শচিন সাগা ক্রিকেট চ্যাম্পিয়নশীপ)
শচীন টেন্ডুলকারের ফ্যানরা এই গেমটি খেলে বেশ মজা পাবে বলে আমি আশাবাদী। গেমটি মোবাইল প্ল্যাটফর্মের জন্য অ্যাভেলেবল। মাত্র ২৩১ এমবি-র মধ্যে বেশ ভালো কোয়ালিটির গ্রাফিক প্রোভাইডকারী এই গেমটি একটি থ্রিডি গেম যেখানে বিভিন্ন ইভেন্টস তোমরা খেলতে পারবে যেমন ধরো ক্রিকেট আইপিএল। বিভিন্ন টুর্নামেন্ট খেলে তুমি লিডার বোর্ডে অংশগ্রহণ করতে পারবে। এক্সক্লুসিভ মোড হিসাবে লেজেন্ডারি মোড রয়েছে, কুইক প্লে মোড রয়েছে, পাশাপাশি প্লেয়ার ভার্সেস প্লেয়ার মোডও রয়েছে। তাই আর দেরি না করে এই এক্সাইটিং গেমটি একবার খেলে দেখতে পারো।