কার ফর সেলের মতো ৫টি গেমস | Best 5 Games Like Car For Sale Simulator 2023
বর্তমান সময়কার অত্যন্ত জনপ্রিয় একটি গেম হলো Car For Sale (কার ফর সেল)। যেটি বর্তমানে অনেক বড় বড় ইউটিউবাররা খেলছে এবং তাদের চ্যানেলে ভিডিও আপলোড করছে। এটা দেখার পর আমাদের মধ্যে অনেকেরই এই গেমটা খেলার ইচ্ছা জাগে। গেমটি যদিও পিসির প্লাটফর্মের জন্য Steam থেকে পার্চেজ করা যাচ্ছে এবং Steam-এ এই গেমটির মূল্য বর্তমানে ১০ ডলার। এখন কথা হলো যারা যারা মোবাইল গেমার রয়েছি আমরা, তারা কিভাবে এই গেমটি খেলব? এর সবচাইতে সহজ সলিউশন হচ্ছে ক্লাউড গেমিং অ্যাপ্লিকেশন ব্যবহার করা। কিন্তু আজকের এই পোস্টে আমি কার ফর সেল এর অল্টারনেটিভ কিছু গেম তোমাদের সবার সাথে শেয়ার করব যেগুলো তোমরা তোমাদের অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে খেলতে পারবে। এই গেমগুলোকে তোমরা বলতে পারো গরিবের কার ফর সেল গেম, তাই আর দেরি নয় চলো গেম গুলো সম্পর্কে একবার জেনে আসি।
Car Trade Game Saler Simulator (কার ট্রেড গেম সেলার সিমুলেটর)
কার সেলিং নিয়ে কিংবা কারের বিজনেস নিয়ে যদি তোমার ইন্টারেস্ট থাকে তাহলে এই গেমটি তোমার জন্যই। কার ফোর সেল গেমের মতোই এই গেমের মধ্যেও নেইবারউড থেকে তুমি পুরাতন কার কিনতে পারবে, সেটা গ্যারেজে নিয়ে গিয়ে সেলও করতে পারবে, পাশাপাশি মডিফাই করার সুযোগ তো থাকছেই। অত্যন্ত চমৎকার গ্রাফিক কোয়ালিটির সাথে সাথে এই গেমের ওপেন ওয়ার্ল্ড ম্যাপের মধ্যে তুমি ঘোরাঘুরি করতে পারবে। এই গেমটি খেলে একদম নিজেকে কারের ডিলার মনে হবে তোমাদের। মাত্র ১১৮ এমবি সাইজের এই গেমটি তোমরা সহজে পেয়ে যাবে গুগল প্লে স্টোরে। তোমরা নিচের সবুজ বাটনে ক্লিক করে প্লে স্টোর থেকে গেমটি নামিয়ে নিতে পারবে।
Car Saler 2023 Simulator Games (কার সেলার ২০২৩ সিমুলেটর গেমস)
এই গেমের মধ্যেও ব্যবহৃত কারের ডিলার হতে যাচ্ছো তুমি। মানে একজন কারের ডিলার হয়ে এই গেমের মধ্যে তোমাকে ক্যারিয়ার তৈরি করতে হবে। গেমে তোমাকে একটি জাঙ্কিয়ার্ডের মধ্যে নামিয়ে দেয়া হবে এবং সেখানে তোমাকে কিছু টাকা পয়সা দেয়া হবে যে টাকা-পয়সা থেকে তুমি কিছু ভাঙ্গাচুরা-নষ্ট কার কিনতে পারবে যেগুলোকে তোমাকে ঠিক করতে হবে তারপর সেগুলো মডিফাই করে কিংবা একদম নতুন বানিয়ে বিক্রি করতে হবে। সিম্পল কনসেপ্ট যেমনটা কার ফর সেল-এ রয়েছে তবে এই গেমের মধ্যে তোমাকে প্রথম একটি গ্যারেজ দেওয়া হবে। সেখান থেকেই তোমাকে তোমার যাত্রা শুরু করতে হবে। খুবই অসাধারণ এই গেমটির সাইজ মাত্র ৮৬ এমবি, যেটি তোমরা গুগল প্লে স্টোর থেকে নামিয়ে নিতে পারবে তোমাদের এন্ড্রয়েড ফোনের মধ্যে এবং গ্রাফিক কোয়ালিটিও বেশ চমৎকার।
Car Mechanic Simulator 21 (কার মেকানিক সিমুলেটর ২১)
বেশ ভালো কোয়ালিটির গ্রাফিক সম্পন্ন এই গেমটির সাইজ ২১৮ এমবি যেটি বর্তমানে গুগল প্লে স্টোরে অ্যাভেলেবল রয়েছে। এখানেও তোমাকে কার কাস্টমাইজেশন করতে হবে। খারাপ কারকে একদম ঝকঝকে নতুন এর মত বানাতে হবে। তারপর বিভিন্ন লোকজনের কার কাস্টমাইজেশন করে দিতে হবে, তার বিনিময়ে তুমি টাকা পাবে। অন্যের কার রিপেয়ারও করতে হবে। সর্বোপরি এখানে তুমি একজন কার মেকানিক হিসেবে কাজ করবে। গেমটিও অন্যান্য গেমগুলোর মতো অনেক ইন্টারেস্টিং একটি গেম। চাইলে তুমি কার ফর সেলের অল্টারনেটিভ হিসেবে এই গেমটি অ্যান্ড্রয়েড ফোনে ট্রাই করে দেখতে পারো।
Car Detailing Simulator 2023 (কার ডিটেইলিং সিমুলেটর ২০২৩)
এই গেমের মধ্যেও তোমার নিজস্ব একটা গ্যারেজ থাকবে, যদিও কার ফর সেলের মধ্যে নিজস্ব একটি শোরুম থাকে। যেহেতু এটি হুবহু কার ফর সেল নয় সেহেতু আমাদেরকে গ্যারেজ দিয়েই কাজ চালাতে হবে। গ্যারেজের মধ্যে কার কাস্টোমাইজেশন থেকে শুরু করে সবকিছু করা সম্ভব। কার ওয়াশিং করা যাবে, পলিশিং করা যাবে, কারের চাকা পরিষ্কার করা যাবে, কারের ভিতরে ভ্যাকিউমিং করা যাবে, কার টিউনিং করা যাবে এছাড়া আরও অনেক ধরনের কাস্টমাইজেশন এই গেমের মধ্যে তোমরা করতে পারবে। অত্যন্ত ডিসেন্ট কোয়ালিটির গ্রাফিক সম্পন্ন এই গেমটির সাইজ মাত্র ২৬২ এমবি যেটি তোমরা গুগল প্লে স্টোরে পেয়ে যাবে। নিচের সবুজ বাটনে ক্লিক করে গেমটি তোমরা খেলতে পারবে।