মোবাইলের জন্য সেরা কিছু অফরোড গেমস | Best OFFROAD Games For Android
Off Road - FEST (অফরোড ফেস্ট)
এই গেমটি একটি অফরোড গেম। যার সাইজ মাত্র ৫৮ এমবি। কিন্তু গেমটির গ্রাফিক্স দেখলে বিশ্বাসী করা যায় না যে গেমটির সাইজ এত কম। এতে রয়েছে বিভিন্ন কঠিন কঠিন রোড যা লেভেল বাড়ার সাথে সাথে আরো বেশি কঠিন হতে থাকে। এছাড়া গেমের মধ্যে অনেক ধরনের গাড়ি পেয়ে যাবে যা থেকে তুমি তোমার পছন্দের গাড়িটি সিলেক্ট করতে পারবে । গুগল প্লে স্টোরে গেমটির রেটিং ৪.১, সুতরাং বুঝতেই পারছো গেমটি কতটা অসাধারন। তাই আর দেরি না করে এখনি একবার গেমটি খেলে দেখে নাও।
Off Road Champion (অফরোড চ্যাম্পিয়ন)
গেমটি ২০২১ সালে মুক্তি পায় , আগে গেমটির নাম ছিলো অফ রোড সিমুলেটর ২০২১। তো খুব বেশি দিন হয়নি গেমটির বয়স বুঝতেই পারছো। গেমটির মধ্যে রয়েছে অনেক ক্যাটাগরীর মনস্টার ট্র্যাক। গেমটি অফলাইন-অনলাইন ২ মোডেই খেলতে পারবে। গেমটির সাইজ মাত্র ৩০২ এমবি, গেমটির সাইজের কথা চিন্তা করলে সেই তুলনায় বেশ ভালো গ্রাফিক্স প্রোভাইড করেছে বলাই যায়। গেমটির ম্যাপও অনেক বড় তাই অফরোড ড্রাইভের মজাটা তুমি ভালোভাবেই পাবে গেমটিতে। তাই গেমটি একবার ট্রাই করে দেখতেই পারো, আশা করি ভালো লাগবে।
Off Road Outlaws (অফ রোড আউটলস)
আমাদের লিস্টের ৩য় গেমটি হলো অফ রোড আউটলস। গেমটি অফলাইন-অনলাইন এবং মাল্টিপ্লেয়ার সব মোডেই খেলতে পারবে। অর্থাৎ তুমি তোমার বন্ধুদের সাথেও গেমটি একসাথে এনজয় করতে পারবে। গেমটির সাইজ মাত্র ১৮২ এমবি। সাইজের দিক থেকে দেখলে গেমটির গ্রাফিক্স তুলনামূলক ভালো। গেমটি গুগল প্লে স্টোর থেকে ১০ মিলিয়নেরও বেশি বার ডাউনলোড করা হয়েছে। সুতরাং বুঝতেই পারছো গেমটি কতটা জনপ্রিয়।
Off Road Drive Pro (অফরোড ড্রাইভ প্রো)
গেমটির আগে গুগল প্লে স্টোরে নাম ছিল অফ রোড প্রো ,কিন্তু এখন নাম চেঞ্জ হয়েছে। গেমটি একটি ওপেনওয়ার্ল্ড অফ রোড গেম। গেমটির মধ্যে তুমি পেয়ে যাবে বিশাল একটি ম্যাপ। গেমটির সাইজের কথা চিন্তা করলে সে অনুযায়ী গেমের গ্রাফিক্স কোয়ালিটি অনেক সুন্দর। কারণ গেমটির সাইজ মাত্র ৪৪৯ এমবি। তাই গেমটি তুমি তোমার যেকোনো ফোনেই এনজয় করতে পারবে। তাই একবার গেমটি চেকআউট করে দেখে নাও।
OFF ROAD : Mud Truck Games (অফ রোড: মাড ট্রাক গেমস)
আমাদের লিস্টের সর্বশেষ যেই গেমটির কথা বলবো তার নাম হলো অফ রোড মাড ট্রাক গেমস। এক কথায় বলতে পারো মোবাইলের সব অফ রোড গেমের বস্ এই গেমটি। কারণ গেমটিতে পেয়ে যাবে অনেক তাগড়া গ্রাফিক্স তার সাথে পাবে সকল প্রকার কাস্টোমাইজেশনের সুযোগ। তুমি তোমার কার তোমার ইচ্ছা মতো মোড করতে পারবে। গেমটির গ্রাফিক্স এতটাই হাই যে খেলার সময় বিশ্বাসী হবে না যে এটি একটি মোবাইলের গেম। মনে হবে তুমি পিসি অথবা কনসলে গেমটি খেলছো। তাই অফ রোড গেম লাভার হয়ে থাকলে এই গেমটি একবার চেক আউট করতে ভুলো না।
তো কেমন লাগলো আমার শেয়ার করা আজকের এই গেম গুলো? এগুলো পার্সোনালি আমার ফেভারিট গেম, আর আমি তোমাদেরকে আমার প্রিয় গেমগুলি শেয়ার করি যেগুলো আমি নিজে খেলে দেখেছি। গেমগুলোর গেম-প্লে দেখতে চাইলে নিচের ভিডিও থেকে দেখে নিতে পারো। আর হ্যাঁ অবশ্যই আমাকে ইন্সটাগ্রামে ফলো করতে ভুলোনা। আবারও দেখা হবে নতুন কোন পোস্টে সবাইকে আসসালামু আলাইকুম।