সেরা ৫টা বাইক গেমস | Best Bike Games 2024 for Android - C4




তো কি অবস্থা আমার বাইক লাভার ভাই ব্রাদারদের ? 

তো লাস্ট পোস্টে আমরা পাঁচটি সেরা বাইক গেম নিয়ে কথা বলেছিলাম আর বলেছিলাম তোমাদের যদি রেসপন্স ভালো হয় তাহলে আমি এটার পার্ট টু নিয়ে আসব আর হ্যাঁ তোমাদের জন্য আমি পার্ট টু নিয়ে চলে এসেছি এই পোস্টেও আমরা  দেখে নেব আরো পাঁচটি সেরা সেরা বাইক গেমস।
আর হ্যাঁ প্রতিটি গেমের ডেসক্রিপশন এর নিচে তোমরা কি গেমটি খেলুন বাটনে ক্লিক করে গেমটি খেলতে পারবে। তো চলো আর দেরি কেন দেখে নেই আরো কিছু সেরা পাঁচটি বাইক গেমস।

Xtreme motorbikes ( এক্সট্রিম মোটরবাইকস ) 

গেমটি সাইজ মাত্র ২৬২ এমবি হলেও গেমটি তোমাকে এত কম এমবির মধ্যেও অনেক ভালো একটি গ্রাফিক্স প্রোভাইড করবে । এতে তুমি পেয়ে যাবে ২০ টির ও বেশি বাইক। যা তুমি তোমার ইচ্ছামত কাস্টমার করতে পারবে। এছাড়া গেমটির ফিজিক্স এবং এর গ্রাফিক্স অত্যন্ত রিয়েল স্টিক যার জন্য তোমার মনে হবে তুমি সত্যিকারের একটি বাইক চালাচ্ছো। এছাড়া থাকছে অনেক ধরনের মিসন্স যা তোমাকে গেমটি খেলতে আরো বেশি এক্সাইটেড করে তুলবে। যেহেতু গেমটি সাইজ অনেক কম তাই তোমার প্রায় সব ধরনের মোবাইলে তুমি গেমটি খেলতে পারবে। তাই আর দেরি কেন এখনি যাও গেমটি খেলে ফেলো একবার।



Moto City: Crazy Bike Delivery (মোটো সিটি:ক্রেজি বাইক ডেলিভারি)

এই গেমটির কনসেপ্ট খুবই মজার। গেমটিতে তোমাকে বাইকের মেইন মিশন হলো তোমাকে ম্যাপের বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ডেলিভারি করতে হবে। এছাড়া তুমি পেয়ে যাচ্ছে একটি বিশাল ওপেন ওয়ার্ল্ড ম্যাপ যা তুমি পুরোটাই এক্সপ্লোর করতে পারবে। শুধু তাই নয় গেমটি চাইলে তোমরা তোমাদের বন্ধুদের সাথেও মিলে একসাথে খেলতে পারবে অর্থাৎ মাল্টিপ্লেয়ার মোড়েও তোমরা পেয়ে যাচ্ছে এই গেমটির মধ্যে। আর গ্রাফিক্স বলতে গেলে গেমটি থ্রিডি গ্রাফিক্স  এ বিল্ড করা তো গেমের গ্রাফিক্স তো খুবই সুন্দর।
আর তারচেয়েও বড় কথা গেমটির সাইজ মাত্র ২৮৩ এম্বি। তো আর দেরি কেন এখনই যাও গেমটি একবার ট্রাই করে দেখো কেমন লাগে তোমার কাছে।



Highway Bike Traffic Rider 3d ( হাইওয়ে বাইক ট্রাফিক রাইডার থ্রিডি )

গেমটির সাইজ মাত্র ১২৯ এমবি। তবে গেমটির গ্রাফিক্স কিন্তু মোটেও খারাপ না এত কম এমবির মধ্যেও গেমটি খুব ভালো গ্রাফিক্স প্রোভাইড করে। গেমটির মধ্যে তুমি ফ্রি রাইটিং এর পাশাপাশি বিভিন্ন ধরনের রেসিং মিশন পেয়ে যাবে। গেমটি ২০২৩ সালে রিলিজ পায়। অর্থাৎ বুঝতেই পারছো গেমটি একদমই নতুন কিন্তু নতুন হলেও গেমটি এর মধ্যেই প্রায় ওয়ান মিলনের বেশি ডাউনলোড করা হয়েছে প্লে স্টোর থেকে সুতরাং বুঝতেই পারছো যে গেমটি কত পরিমান জনপ্রিয়তা লাভ করেছে। তাই আর দেরি কেন তুমিও একবার গেমটি ট্রাই করে দেখে নাও।


Elite Motos 2 ( এলিট মটোস ২ )


গেমটি এলিট মটোস এর দ্বিতীয় পার্ট। অর্থাৎ এই গেমটির আগেও একটি পার্ট ছিল যেটি খুবই জনপ্রিয় ছিল। গিফটের সাইজ মাত্র ৩১০ এমবি। অর্থাৎ বুঝতেই পারছো তোমরা তোমাদের যেকোনো ডিভাইস এই গেমটি খেলতে পারবে। গেমটি ২০২৩ সালের লঞ্চ হয় এবং ইতিমধ্যেই গেমটির প্রায় এক মিলনেরও বেশি ডাউনলোড সংখ্যা পার হয়েছে প্লে স্টোর থেকে। সুতরাং বুঝতে পারছ এই গেমটি কতটা বেশি জনপ্রিয়তা লাভ করেছে।



Dhoom 3 ( ধুম ৩ ) 

নাম শুনেই বুঝতে পারছ এই গেমটি ধুম থ্রি মুভি থেকে ইন্সপার হয়ে বানানো হয়েছে। এটি মূলত একটি ফ্যান মেড গেম। কিন্তু ফ্যান মেড গেম হলেও এই গেমটি গ্রাফিক্স খুবই সুন্দর ।আর গেমটির মধ্যে তোমরা পেয়ে যাবে ধুম থ্রি মুভিতে ইউজ করা সুপার বাইকটি। গেমটির কনসেপ্ট খুবি সিম্পল তোমাকে বাইক চালাতে হবে তোমার পিছনে পুলিশ তোমাকে ধাওয়া করবে যাদের হাত থেকে তোমাকে বাঁচতে হবে এবং গোল্ড কয়েন কালেক্ট করতে হবে। গেমটির সাইজ মাত্র ৪৫ এম্বি । 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url