সেরা ৫ টি কার গেমস | Our Top 5 CAR GAMES Collection For Android Mobiles - Oct 2023
আপনি কি কার গেমসগুলো খেলতে পছন্দ করেন? যদি আপনার উত্তর হ্যাঁ হয়, আপনি তাহলে একজন কার লাভার। কি, ঠিক ধরেছি না? আমি নিজেও কার গেমসগুলো খেলতে পছন্দ করি। সত্যি কথা বলতে আমি এখন পর্যন্ত ২০০ টিরও উপরে অ্যান্ড্রয়েড কার গেমস খেলেছি। আর আমি আমার অভিজ্ঞতার উপর ভিত্তি করে আজকে কিছু আমেজিং কার গেম শেয়ার করবো যেগুলো আপনার মনকে বিনোদিত করবে।
একজন কার লাভার হিসাবে আমি যেগুলো গেম আজকে শেয়ার করছি এগুলোই যে একদম বেস্ট গেম এমনটাও আমি বলবো না, কারণ দুনিয়াতে এন্ড্রয়েড ফোনের জন্য সেরা কার গেম অনেক রয়েছে। সুতরাং একটা মাত্র পোষ্টের মাধ্যমে সমস্ত গেম আপনাদের সাথে শেয়ার করা সম্ভব নয়। আজকে কিছু গেম দিচ্ছি আপনাদেরকে এগুলো আপনারা খেলে দেখুন আশা করছি আপনাদের ভাল লাগবে এবং আপনারা যদি আমাকে সাপোর্ট করে যান তাহলে ভবিষ্যতে আমি আপনাদেরকে আরো অনেক সুন্দর সুন্দর কার গেমস শেয়ার করব। তাহলে চলুন দেখে নেই আজকের এই পোষ্টের সেরা ৫ টি কার গেমস গুলো কি কি।
Car Driving 2023: Racing Games (কার ড্রাইভিং ২০২৩ রেসিং গেমস)
তো আমাদের লিস্টের প্রথম গেম হচ্ছে হলো এটি যার নাম কার ড্রাইভিং টোয়েন্টি টুয়েন্টি থ্রি রেসিং গেমস। এটি আপনাদের জন্য একটি আল্টিমেট ড্রাইভিং এবং বিজনেস সিমুলেটর গেম হতে যাচ্ছে। এখানে আপনি একজন ড্রাইভার হিসেবে আপনার ক্যারিয়ার শুরু করবেন সেই সাথে আপনি চাইলে এখানে কার বিল্ডও করতে পারবেন কাস্টমাইজ করতে পারবেন এবং নিজের এম্পায়ার দ্বারা করাতে পারবেন। এমনকি এই গেমের মধ্যে আপনি চাইলে কারের শোরুমও খুলতে পারবেন। কতটা অসাধারণ ব্যাপার তাই না? তার মানে এটি শুধুমাত্র একটি কার গেম তা কিন্তু নয় এটি একটি সিমুলেটর টাইপের গেমও বটে। গেমের মধ্যে আপনি মার্কেট ভ্যালুর উপর ভিত্তি করে বিভিন্ন ডিসিশন নিতে পারবেন। সর্বোপরি এখানে আপনি একজন বিজনেস ম্যান হয়ে গেমটি খেলবেন। গেমটি একদমই নতুন একটি গেম যার কারণে গুগল প্লেস্টোর থেকে এখন পর্যন্ত ডাউনলোড হয়েছে মাত্র এক হাজার বারের উপরে। তাই আর দেরি কিসের আপনিও গেমটি একবার আপনাদের ফোনে খেলে দেখুন আপনার বন্ধুরা খেলার আগেই।গেমটির সাইজ মাত্র ২৫৯ এমবি।
Nitro Speed - car racing games (নাইট্রো স্পিড কার রেসিং গেমস)
মোটামুটি android ফোনের বেশ জনপ্রিয় একটি গেম এটি। গুগল প্লে স্টোর থেকে এখন পর্যন্ত এই গেমটি ডাউনলোড হয়েছে ১০ লাখেরও বেশি তাই বলাই চলে গেমটি বর্তমান সময়ের কার লাভার্সদের মনে অলরেডি জায়গা করে নিয়েছে। গেমটি বর্তমানে গুগল প্লে স্টোরে ফ্রিতেই পাওয়া যাচ্ছে তাই আর দেরি না করে জলদি জলদি গেমটা খেলা উচিত আপনাদের, কারণ গেমটি যে কোন মুহূর্তে পেইডও হয়ে যেতে পারে। তখন কিন্তু টাকা দিয়ে কিনে খেলা ছাড়া কোন উপায় থাকবে না। গেমটি সম্পর্কে আর একটু বর্ণনা দেই, গেমে ২৪ টার উপরে লেজেন্ডারি কার রয়েছে রেস খেলার জন্য। গেম এর মধ্যে বিভিন্ন গেম প্লে মোড রয়েছে। বিভিন্ন আলাদা আলাদা ম্যাপ রয়েছে। ভবিষ্যৎ আপডেট এর মধ্যে ট্রাফিক রেস, ফ্রি ট্র্যাক রেসিং মোড, ট্রাভেল এগুলো সবকিছুই আসতে যাচ্ছে। তাই আর দেরি কিসের গাড়ির মধ্যে চড়ে পড়ুন এবং ছেড়ে দিন গাড়ির ভেতরের মিউজিক আর ঝাঁপিয়ে পড়ুন কার রেসের মধ্যে।
Indian Cars Driving Simulator (ইন্ডিয়ান কারস ড্রাইভিং সিমুলেটর)
অবশ্যই এটি একটি ইন্ডিয়ান কার ড্রাইভিং সিমুলেটর গেম। যেখানে আপনি শুধু কারই ড্রাইভিং করবেন না পাশাপাশি ওপেন ওয়ার্ল্ড ম্যাপের পূর্ণাঙ্গ মজা নিতে পারবেন। একদম জিটিএ টাইপের গেমও বলতে পারেন আপনাদের ফোনের মধ্যে। যাদের যাদের পিসি নেই কিন্তু জিটিএ টাইপের গেম খেলতে পছন্দ করেন তারা এই কার ড্রাইভিং সিমুলেটর গেমটি খেলতে পারেন। সবচেয়ে বড় কথা কি জানেন? এই গেমের মধ্যে আপনি চিট কোড ব্যবহার করতে পারবেন। চিটকোডগুলো আপনারা গুগল প্লে স্টোরে এই গেমের ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন।আর হ্যাঁ চিটকোড লাগিয়ে কিন্তু গেমটি খেলার মজা অন্যরকম। গেমটির বর্তমান সাইজ মাত্র ৭২ এমবি। আর গেমের সাইজের উপর ভিত্তি করে যদি বলি তাহলে গেমটির গ্রাফিক কোয়ালিটিও চমৎকার। তাই আর দেরি কিসের গেমটি নিচের বাটনে ক্লিক করে গুগল প্লে স্টোর থেকে নামিয়ে খেলে ফেলুন।
Caucasus Parking: Парковка 3D (চাউকাসাস পার্কিং)
একটি চমৎকার হাই কোয়ালিটি সম্পন্ন থ্রিডি পার্কিং গেম এটি। গরম সাউথার্ন শহরের রাস্তায় আপনাকে একটি অবশ্যই দামি এবং পাওয়ারফুল কার চালাতে হবে। গেমের শুরুতে আপনাকে একটি রেনডম প্লেস এর মধ্যে নামিয়ে দেয়া হবে যেখান থেকে আপনাকে আপনার কারটি নিয়ে একটি সবুজ মার্ক করা জায়গায় পার্ক করতে হবে। রিয়েলিস্টিক ফিজিক্স দেখতে পারবেন এই গেমের মধ্যে, গেমের মধ্যে ১০৪ টি আলাদা আলাদা লেভেল রয়েছে।বিশটির উপর ডিফারেন্ট কার রয়েছে। গেমে অনেক জোস ম্যাপ রয়েছে। বিভিন্ন টাইপের কন্ট্রোলস আপনি এই গেমের মধ্যে ব্যবহার করতে পারবেন যেমন স্টিয়ারিং হুইল, বাটন। গেমটির সাইজ হচ্ছে ৩০৩ এমবি এবং গ্রাফিক্স কোয়ালিটিও মোটামুটি ধরনের বলা যায়।
Real Car Driving: Race City 3D (রিয়াল কার ড্রাইভিং রেস সিটি থ্রিডি)
Asphalt সিরিজের গেম গুলো যারা পছন্দ করেন তাদের জন্য নিয়ে এলাম এই স্পেশাল একটি গেম, এটিও কিন্তু Asphalt এর মতোই। অত্যন্ত হাই গ্রাফিক্স সম্পূর্ণ এই গেম এর মধ্যে পেয়ে যাবেন স্পেশাল কিছু ফিচার। গেমে মিনি গেম চেকপয়েন্ট মোড রয়েছে, অনেক বেশি ট্রাফিকের মাঝখান দিয়ে আপনাকে ড্রাইভিং করতে হবে, আরো রয়েছে রিয়েলিস্টিক কার ক্র্যাশের ফিল নেয়ার সুযোগ। বর্তমানে গুগল প্লে স্টোরে গেমটির সাইজ মাত্র ১৪৭ এমবি।সেই অনুযায়ী গেমের গ্রাফিক কোয়ালিটি বলতেই হয় অসাধারণ। আর সত্যি বলতে এই গেমটি এখন পর্যন্ত শুধুমাত্র গুগল প্লে স্টোর থেকেই এক কোটি বারেরও বেশি ডাউনলোড হয়েছে। বুঝতেই পারছেন গেমটি কতটা পপুলার।তাই আর দেরি কিসের, গেমটি এখনই নিচের বাটন থেকে আপনার ফোনে নামিয়ে খেলে ফেলুন।
তো আজকের মত এ পর্যন্তই থাক। গেম গুলো খেলতে কারো কোন সমস্যা হলে আমার সাথে সরাসরি ইনস্টাগ্রামে যোগাযোগ করে ফেলুন, আমি চেষ্টা করব আপনাদেরকে গেমগুলোর নামিয়ে কিভাবে খেলবেন সে বিষয়ে হেল্প করতে। আবারো দেখা হবে নতুন কোন গেম নিয়ে। আপাতত আজকের মত বিদায় নিচ্ছি, সবাইকে আসসালামু আলাইকুম।