সেরা ৫ টি ফুটবল গেমস । Best 5 Best Football Games For Mobile
কি অবস্থা সবার? আজকের পোস্ট-এ আমরা কিছু সেরা ফুটবল গেম নিয়ে আলোচনা করব। তাই এই পোস্টটি ফুটবল প্রেমিকদের জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আমাদের লিস্ট-এ আমরা যেই গেমগুলো রেখেছি তা তোমরা তোমাদের সব ধরনের এন্ড্রয়েড ফোনেই খেলতে পারবে। সবগুলো গেমের GRAPHICS কোয়ালিটি অন্তত সুন্দর ও চমৎকার। তোমাকে অনেকটা পিসি গেম এর মতো ফিল দিবে এই ফুটবল গেমগুলো। তাই চলো আর দেরি না করে গেমগুলো দেখি নেই। আর হ্যাঁ, এইরকম আরো বেস্ট গেম পেতে আমাদের সাথেই থাকো।
Ultimate Football Club (আল্টিমেট ফুটবল ক্লাব)
লিস্ট-এর প্রথমেই যেই গেমটি রেখেছি তার নাম হল Ultimate Football Club। গেমটি ২০২৩ সালে গুগল প্লেস্টোরে মুক্তি পায়। গেমটির সাইজ ১ জিবি। তাই গেমটি তোমার যে কোন ফোনেই খেলতে পারবে বলে আমি আশাকরি, তবে র্যাম ৪ জিবির উপরে হলে ভালো হয়। গেমটি তে ১v১ মোড রয়েছে। অর্থাৎ তুমি তোমার বন্ধুদের সাথে মাল্টিপ্লেয়ার খেলতে পারবে গেমটি। গেমটি ডেভেলপ করেছে Capstone Gaming and One Sports, গেমটি তে সব ধরনের ফুটবল ক্লাব এবং প্লেয়ার রয়েছে। তাই তুমি তোমার যে কোন প্রিয়টিম এবং প্লেয়ার নিয়ে এই গেমটি খেলতে পারবে। গেমটি গুগল প্লেস্টোরে থেকে ৫০০০০০ এরও বেশিবার ডাউনলোড করা হয়েছে। তাই চাইলে তুমিও একবার এই গেমটি ট্রাই করে দেখেতে পারো। গেমটি খেলার জন্য এখনি নিচের "গেমটি খেলুন" বাটন এ ক্লিক করে গেমটি তোমাদের ফোনে নামিয়ে নাও।
Dream League Soccer 2023 (ড্রীম লীগ সকার ২০২৩)
এই গেমটি সম্পর্কে আশাকরি খুব বেশি কিছু বলতে হবে না। যারা ফুটবল গেম প্রেমী তারা অন্তত একবার এই গেমটি খেলেছে বলে আমি মনে করি। গেমটি ২০১৮ সালে মুক্তি পায়, কিন্তু গেমটি প্রতি বছর আপডেট এর সাথে অনেক নতুন নতুন জিনিস অ্যাড করেই যাচ্ছে। যা গেমটিকে আরও মজাদার করে তুলেছে। গেমটির সাইজ ৮০০ এমবি। গেমটি সিংগেল ও মাল্টিপ্লেয়ার ২ টি মোডেই খেলতে পারবে। এই গেমটি অত্যন্ত রিয়ালিস্টিক GRAPHICS সম্পন্ন একটি ফুটবল গেম। গুগল প্লেস্টোরে এই গেমটির ৪ স্টার-এর উপর রেটিং রয়েছে। তুমি যদি ফুটবল প্রেমী হয়ে থাকো তাহলে অন্তত একবার এই গেম টি খেলে দেখা উচিত । তাই এখনি নিচের "গেমটি খেলুন" বাটন এ ক্লিক করে গেম টি খেলে ফেলো ।
FIFA Football (ফিফা ফুটবল)
এই গেমটিও অনেক জনপ্রিয় সবার মাঝে। গেমটি EA Sports এর পক্ষ থেকে আমাদেরকে উপহার দেয়া হয়েছে । তাই বুঝতেই পারছো গেমটি অত্যন্ত রিয়ালিস্টিক GRAPHICS সম্পন্ন। গেমটির সাইজ ১ জিবি এর কাছাকাছি। গেমটিতে তুমি তোমার নিজের মত করে টিম সাজিয়ে ওয়ার্ল্ডকাপ সহ বিভিন্ন লিগ এর খেলা খেলতে পারবে। গেমটি পুরপুরি অনলাইনে খেলতে হবে তোমাকে নেট কনেকশন চালু রেখে। তুমি চাইলে তোমার বন্ধুদের সাথে মাল্টিপ্লেয়ারও খেলতে পারবে। গেমটিকে দিন দিন আপডেটের মাধ্যমে আরো মজাদার করে তুলছে এই গেমের ডেভেলপাররা। গেমটির গুগল প্লেস্টোর রেটিং ৪.৪ এর উপর। তাহলে বুঝতেই পারছো গেমটি কতটা ভালো। তাই আমি মনে করি আজই গেমটি তোমার খেলে দেখা উচিত। এখনি নিচের "গেমটি খেলুন" বাটন এ ক্লিক করে গেম টি খেলে ফেলো।
VIVE LE FOOTBALL (ভিভে লে ফুটবল)
এই গেম টি লিস্ট এ জায়গা করে নাওয়ার পিছন এ অনেক কারন আছে। গেম টি অনেক ইউনিক কনছেপ্ত রয়েছে। তুমি তোমার ইচ্ছা মত প্লেয়ার ত্রানিং করাতে পারবে। এছারা তুমি তোমার stadium সাজাতে পারবে। গেম টি তে রয়েছে অনেক মোড রয়েছে যা গেম টি কে করেছে আরও ইন্টারেস্টিং । গেম টি অনলিনে এবং অফ লাইন ২ টি মোড এই খেলতে পারবে। গেম টি আমি নিজে খেলেছি এবং আমার পছন্দের গেম গুলর মধে একটি । চাইলে আজই তুমি একবার গেম টি খেলে দেখতে পারো।
"গেমটি আপাতত গুগল প্লেস্টোরে নেই। তাই তোমাকে নিজ দায়িত্বে গেমটি খুজে নিতে হবে বিভিন্ন থার্ড পার্টি সাইট থেকে। তবে প্লেস্টোরে যখন ই আসবে আমি সাথে সাথে তোমাদের জানিয়ে দিব। তাই আমাদের সাথে এই থাকো।" আর সবথেকে ভালো হয় যদি আমাকে ইন্সটাগ্রামে নক দাও। তাহলে আমি তোমাদের বলে দিতে পারবো কিভাবে এই গেমটি তোমাদের ফোনে নামিয়ে খেলতে পারো।
PES 2023 (পেস ২০২৩)
মোবাইল এ ফুটবল গেমগুলোর মধ্যে সব থেকে জনপ্রিয় হলো এই গেমটি । গেমটির সাইজ সব মিলিয়ে ৩ জিবি এরও বেশি। তোমার ফোন এ যদি ৩ জিবি বা তার বেশি র্যাম থাকে তাহলে তুমি মোটামুটি ভাল ভাবে গেমটি খেলতে পারবে। গেমটির সাইজ যেমন বেশি তেমনই গেমটির GRAPHICS কোয়ালিটিও অনেক ভালো এবং রিয়ালিস্টিক। গেমটিতে অনেক ইভেন্ট আসে প্রতি সপ্তাহে। পাশাপাশি তুমি একসাথে ৮ জন বন্ধু মিলেও গেমটি খেলতে পারবে। গেমটি এতটাই জনপ্রিয় যে আমাদের দেশেও বাইরের দেশ এর মত অনেক বড় বড় টুর্নামেন্ট হচ্ছে। যেখানে লাখ লাখ টাকার প্রাইজ পুল থাকে। গেমটির জনপ্রিয়তা দিন দিন বেরেই যাচ্ছে। তাই তুমি ও চাইলে আজই গেমটি খেলতে পারো। এখনি নিচের "গেমটি খেলুন" বাটন এ ক্লিক করে গেম টি খেলে ফেলো ।
দেখতে দেখতেই এই পোষ্টের একদম শেষ প্রান্তে চলে এসেছি। আশা করছি ফুটবল লাভার্সদের জন্য এই পোস্টটি একটি আশীর্বাদ স্বরূপ এবং তোমরা আজকের এই পোস্ট-এ দেখানো গেমগুলো খুবই পছন্দ করবে বলে আমি আশাবাদী। আবারো নতুন কোন পোস্টে তোমাদের সাথে আমার দেখা হবে, সবাইকে আসসালামু আলাইকুম।